ঝালকাঠির নলছিটিতে যুবলীগ নেতা ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২জুন) বিকেলে সরকারি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শোক সভার আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পৌর মেয়র আঃ ওয়াহেদ খানের, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট জি কে মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তরুন কুমার কর্মকার, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ফিরোজ, উপজেলা আওয়ামী নেতা আবু সাইয়েদ মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক দুলাল শরিফ, যুবলীগ নেতা খান মনিরুজ্জামান বিপ্লব, লাইজুর রহমান রিয়াজ, প্রান্তিক দাস পুটু, গাজী শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম ইলিয়াস প্রমুখ।
বক্তারা আবুল কাশেম বাবলুর মৃত্যুতে শোক প্রকাশ করেন। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নলছিটি থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মো. বাহাউদ্দীন।
উল্লেখ্য নলছিটি উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবুল কাশেম বাবলু গত ২৪ মে হ্রদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
৭ দিন ১৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
৪৪ দিন ৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৩ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১২৪ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
১৫৯ দিন ৩৫ মিনিট আগে
২১৫ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে