কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

নাগেশ্বরীতে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে অনিয়মের অভিযোগ

নাগেশ্বরীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

অভিযোগে জানা যায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত জাতীয় মহিলা সংস্থা দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের বিধবা, অসহায়, দরিদ্র ও অসচ্ছল নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন ও তাদের জীবনমান উন্নয়নের জন্য নাগেশ্বরী পৌরসভার কামারপাড়া আমতলা এলাকায় বিউটিফেকশন, ফ্যাশন ডিজাইন, কেটারিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজনেস অ্যান্ড ই-কমার্স এই ৫ টি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে আসছে। এসব প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদনের পর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থীর যাচাই বাছাই করা হয়। এখানে প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণার্থীদেরকে যাতায়াত বাবদ দৈনিক ১৫০ টাকা করে ৮০ দিন ও ৪০ দিনের টাকা চেকের মাধ্যমে প্রদান করে কর্তৃপক্ষ। 

উপজেলার কামারপাড়া এলাকার তাহমিদুল ইসলামের স্ত্রী কাজল রেখা স্বাক্ষরিত একটি অভিযোগে জানা যায় চলতি বছরের ২৪ জুন বিউটিফেকেশন ট্রেডে প্রশিক্ষণের জন্য সাক্ষাৎকারে অংশ নিয়ে সবগুলো সঠিক উত্তর প্রদান করেন ভুক্তভোগী কাজল রেখা। তার অভিযোগ ৩০ জুন এই সাক্ষাৎকারের প্রশিক্ষণার্থী বাছাইয়ের ফলাফল প্রকাশ করলে দেখতে পান যে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। পক্ষান্তরে ওই সংস্থার প্রশিক্ষক তোফাজ্জল হোসেন দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে একই ব্যক্তিকে একাধিকবার প্রশিক্ষণের সুযোগ করে দেন। এমনকি তিনি টাকা দিতে না পারায় তাকে প্রশিক্ষণের সুযোগ দেয়া হয়নি বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি। এছাড়াও ভাইভা পরীক্ষার নিয়ম অনুযায়ী জেলা ও উপজেলা প্রতিনিধিসহ ৪ জন ভাইভা বোর্ডে থাকার নিয়ম থাকলেও তাদের অনুপস্থিতিতে তৃণমূলের নিজস্ব লোক দ্বারা ভাইভা গ্রহণ করে নিজস্ব লোকজনকে অর্থের বিনিময়ে প্রশিক্ষার্থী বাছাই করে আসছে। এমনকি অনেকের চেক আটকে দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন বলেও জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এই প্রশিক্ষণে একজন প্রশিক্ষণার্থী যেকোনো একটি ট্রেডে শুধু একবার প্রশিক্ষণ নিতে পারবেন, কিন্তু সেখানে শিক্ষক তোফাজ্জল হোসেন স্বজনপ্রীতি আর অর্থের বিনিময়ে নিজস্ব লোকজনকে নিয়ম বহির্ভূতভাবে একাধিকবার প্রশিক্ষণের সুযোগ করে দেন। গোপন সূত্রে জানা যায়, খাদিজা খাতুন নামের একজন প্রশিক্ষণার্থী ৬ বার প্রশিক্ষণ গ্রহণ করেছেন, মুক্তা পারভীন, সতিথা রানী ও পূর্ণিমা প্রশিক্ষণ নিয়েছেন ৩ বার করে এবং ছকিনা খাতুন, সুমাইয়া আক্তার শিরিনাসহ বেশ কয়েকজনকে বিভিন্ন ট্রেডে একাধিকবার প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেন তিনি। এভাবে ওই প্রশিক্ষক লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া ও আবেদন এর জন্য জনপ্রতি ৫০ টাকা নেন,  উক্ত ৫ ট্রেডের মোট ২৫০ জনের কাছ অডিট আসার কথা বলে ১০০ টাকা এবং চেক বিতরণের সময় ১২০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। দুস্থ অসহায় এবং শারীরিক প্রতিবন্ধীরাও রক্ষা পায় নাই তোফাজ্জলের হাত থেকে। 

বামনডাঙ্গা ইউনিয়নের আনছারহাট এলাকার প্রশিক্ষণার্থী অঞ্জনা রানী ও আরেক প্রশিক্ষণার্থী ইলমা খাতুনসহ অনেকে জানায়, প্রশিক্ষণের পর তাদের নামে যাতায়াত ভাতার চেক ইস্যু হলেও তারা চেকের টাকা পাননি।  

এ ব্যাপারে প্রশিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না, আমি এসব বিষয়ে কিছু বলতেও পারব না। প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তোফাজ্জল হোসেন সব অভিযোগ অস্বীকার করেন। 

উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর