মৌলভীবাজারে বন্যার পানিতে খেলতে গিয়ে প্রাণ গেলো এক শিশু ও এক কিশোরের। বৃহস্পতিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সাদি মিয়া (৮) পশ্চিম শ্যামেরকোনা গ্রামের ফয়সল মিয়ার ছেলে। নিহত হৃদয় মিয়া (১৬) একই গ্রামের জমির মিয়ার ছেলে। এ ঘটনায় মায়িদ (৮) নামের এক শিশুকে পানি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার দুপুরে পানিতে খেলতে নেমে সাঁতার না জানার কারণে দুজনই ডুবে যায়। প্রতিবেশীরা দুজনকে পানি থেকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, ধলাই নদীর বাঁধ ভেঙে শ্যামেরকোনা গ্রামসহ আশেপাশের গ্রামের রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে ডুবে গেছে।
১২ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
১৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
১৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
২৪ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে