মিঠাপুকুরে মসজিদ নির্মাণের খনন কাজে অদূর্লভ্য ব্রোঞ্জ ধাতব পদার্থ উদ্ধার
মিঠাপুকুর প্রতিনিধি
রংপুরের মিঠাপুকুর উপজেলায় নারী জাগরণের অগ্রদূত মহীয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্মভূমির বসতভিটায় পায়রাবন্দ জামে মসজিদ নির্মাণ কাজে ব্রোঞ্জ সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক তিনটি নকশাকৃতি অদূর্লভ্য ধাতব পদার্থ উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার(২রা সেপ্টেম্বর) বিকালে মসজিদ নির্মাণে শ্রমিকরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পেলে লুকিয়ে রাখেন পরে স্থানীয়রা জানতে পারলে শনিবার সকালে প্রশাসনকে অবগত করেন।প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি দেখার জন্য স্থানীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত হয়ে ভীড় জমান। আরও দুইটি নিদর্শন উদ্ধারে কাজ করছে পুলিশ। তবে প্রাচীন এই নিদর্শনটির নাম কি হতে পারে কিংবা এটি রৌপ্য না সোনার তৈরী তা জানা যাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের লোকজন আসার পর।
শনিবার সকালে মিঠাপুকুর থানা পুলিশ পায়রাবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের দুলাল মিয়ার পুত্র রোকনুজ্জামানের বাড়ি থেকে ২৮ কেজি ৫০ গ্রাম,তকেয়া কেশবপুর গ্রামের তাহের মিয়ার দুই পুত্র আলাল মিয়া ও ইউনুস আলীর বাড়ি থেকে ৩ কেজি ওজনের দুইটি দূর্লভ ধাতব পদার্থ উদ্ধার করা হয়।
পায়রাবন্দ বেগম রোকেয়া সরকারি কলেজের সিনিয়র ইতিহাসের প্রভাষক আজিজুল বলছেন-দূর্লভ এই ধাতব পদার্থ গুলো প্রাচীন আমলের ফুলদানী হতে পারে।
শামীম রানা
মিঠাপুকুর প্রতিনিধি
তারিখ : ০৩/০৩/২০২২
মোবাইল : ০১৭৪৪-৮৯৬৫৮৮
৪৯৮ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫০৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
৫১২ দিন ১৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫১৫ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৫২৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৫৩০ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫৪৭ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫৪৯ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে