টাঙ্গাইলের মধুপুরে
প্রয়াত যন্ত্রশিল্পী (প্যাড) মামুন খানের
স্মরণসভা অনুষ্ঠিত
হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাত্রি
৮টায় বাসাবাড়ী মার্কেট
এ স্মরণসভার
আয়োজন করে
মধুপুরের অন্যতম
সাংস্কৃতিক সংগঠন
‘শালুক
থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ মধুপুর।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনায় কোরআন
তেলওয়াত করেন হাফেজ শরিফুল ইসলাম ও গীতা পাঠ করেন তুষান পাল।
সভায়
স্থানীয় সাংস্কৃতিক
ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ ও
বিভিন্ন সংগঠনের
সদস্যরা অংশগ্রহণ
করেন। অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মধুপুর ক্লাবের সাহিত্য সাংস্কৃতিক
সম্পাদক
নির্মল দে সরকার
। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ‘শালুক
থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ সংগঠনের
উপদেষ্টা প্রয়াত সরকার শহীদের ছেলে আদিত্য সরকার। ৫নং ওয়াডের সাবেক কমিশনার ও প্যানেল
মেয়র এবং রাজনীতিবিদ মেহেদী হাসান মিন্জু, ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক ও
মধুপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাজিবুল বাশার, পাঁচ পটল কলেজের প্রভাষক ও মধুপুর
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ লিয়াকত হোসেন জনী, যুগান্তর পত্রিকার সংবাদকর্মী এসএম
শহীদ, সংবাদকর্মী প্রিন্স এডওয়ার্ড, এড. অভিজিৎ ঘোষ, সরকার আশরাফুর ইসলাম লিপু, ময়েজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের
প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মাসুদ, সহকারী শিক্ষক নাছির উদ্দিন, মধুপুরের বর্তমান
সংগীত গুরু ও সাবেক স্কুল শিক্ষক বাবু দীপক কর্মকার, সংগীত পরিচালক ও তবলা বাদক
সুজন চন্দ্র দেবনাথ, ‘শালুক থিয়েটার ও সেতু বন্ধন সাংস্কৃতিক একাডেমি’ সংগঠনের সাধারণ সম্পাদক নির্জন
চন্দ্র আর্য্য, চঞ্চল, তরুণ সমাজসেবক সবুজ তালুকদার প্রমুখ।
বক্তারা
তাঁদের বক্তব্যে
বলেন, যন্ত্রশিল্পী মামুন
খান ছিলেন
মধুপুরের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল
নক্ষত্র। তাঁর
হাত ধরে
অসংখ্য তরুণ
শিল্পী যন্ত্রসংগীতে
উৎসাহিত হয়েছেন
এবং নিজেদের
জীবন গড়ে
তুলেছেন। তিনি
জীবনের শেষ
দিন পর্যন্ত যন্ত্র ও সংগীতচর্চায় নিবেদিত
ছিলেন। তাঁর
প্রতিটি পরিবেশনা
শ্রোতাদের মুগ্ধ
করতো।
স্মরণসভায়
উপস্থিত বক্তারা
আরও বলেন,
যন্ত্রসংগীতের প্রতি
তাঁর ভালোবাসা
ও নিষ্ঠা
ছিল অনুকরণীয়।
তিনি শুধু
একজন শিল্পী
নন, ছিলেন একজন
সংগঠকও। স্থানীয়
সাংস্কৃতিক অঙ্গনে
তাঁর অবদান
কখনো ভুলে যাওয়ার নয়।
অনুষ্ঠানে
তাঁর জীবনের
নানা স্মৃতি
তুলে ধরেন
সহকর্মী শিল্পীরা।
তাঁরা জানান,
মঞ্চে তিনি
কখনো ক্লান্ত
হতেন না,
যন্ত্র ও সংগীত ছিল তাঁর
প্রাণ। তাঁর
বাজনায় ছিল
হৃদয়ের স্পর্শ,
যা শ্রোতাদের
আবেগে ভাসিয়ে
দিত।
সভা
শেষে প্রয়াত
মামুন খানের
আত্মার মাগফিরাত
কামনা করে
দোয়া-মোনাজাত
করা হয়।
এসময় তাঁর
পরিবারের সদস্যরাও
উপস্থিত ছিলেন।
২ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে