টাঙ্গাইলের মধুপুরে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল: "আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, তাদের প্রতি বৈষম্য দূরীকরণ এবং সমাজের মূল¯্রােতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা-জার্মান সম্প্রীতি মধুপুর, টাঙ্গাইল এই আয়োজনে সহযোগিতা করে।
আলোচনা সভা ও অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ও অতিথিবৃন্দ কন্যাশিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমান সুযোগের উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা-জার্মান সম্প্রীতির প্রকল্প সমন্বয়কারী মিলন চৌধুরী, মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বেরিবাইদের ব্যবস্থাপক জিউস হাগিদক, সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা, নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার এবং শিশু কিশোর ক্লাবের সদস্য সীমরান ইসলাম প্রভা ও সুমাইয়া আক্তার স্বর্ণা।
বক্তারা বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ এবং তাদের যথাযথ পরিচর্যা ও অধিকার নিশ্চিত করতে পারলেই আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। তারা বাল্যবিবাহ, ইভটিজিং এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মধুপুর শিল্পকলা একাডেমির নৃত্য পরিচালক ও মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার প্রতিষ্ঠাতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কিশোর-কিশোরী ক্লাব এবং মধুপুর শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং গীতিনৃত্যসহ নানা সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে তারা কন্যাশিশুদের এগিয়ে যাওয়ার বার্তা তুলে ধরে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন, যা এই গুরুত্বপূর্ণ দিবসের গুরুত্বকে আরও বেশি প্রকাশ করেছে।
২ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে