টাঙ্গাইল মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় ভয়াবহ ত্রি-মুখী সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১২ জন। ঘটনাস্থলেই নিহত হয়েছে ময়মনসিংহের মুক্তাগাছার কাশিপুর গ্রামের মিজান (২৮) ও লাইলী বেগম (৬৫) নামের এক বৃদ্ধ নারী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে মাহিন্দ্রার ২জন যাত্রী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান দ্রæত গতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা এবং ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ত্রি-মূখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাহিন্দার দুইজনের মৃত্যু হয়। আহতদের চিৎকারে এলাকায় এক হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রæত উদ্ধার তৎপরতা শুরু করে এবং খবর দেন মধুপুর ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ তদন্তে একটি টিম কাজ করছে।
স্থানীয় বাসিন্দা নুরুল হক জানান, বড়বাইদ এলাকাটি খুবই দুর্ঘটনাপ্রবণ। এখানে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের উচিত এই স্থানে গতিরোধক ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে উদ্ধার তৎপরতা শেষে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও ওভারটেকিংয়ের চেষ্টার কারণেই এই ত্রি-মুখী সংঘর্ষ ঘটে। এ ঘটনায় মহাসড়কে যাত্রী ও পরিবহন চালকদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
২ দিন ১০ ঘন্টা ০ মিনিট আগে
৭ দিন ৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে