কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

সংবর্ধনা অনুষ্ঠানে তোপের মুখে রায়পুরের মেয়র - ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে রায়পুরে সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ডা. মঞ্জুরুল আলমের প্রতিবাদী বক্তব্যে স্থানীয় পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে তোপের মুখে পড়তে হয়েছে। পরে উপস্থিত মুক্তিযোদ্ধারা বিরোধীতা করে মেয়রকে বক্তব্য দিতে বাধা দেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে শোনা যায়, মেয়র রুবেল তাকে (মঞ্জুরুল আলম) ভূয়া মুক্তিযোদ্ধা বলেছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে। 


মঞ্জুরুল আলম জানান, রায়পুর থানা মসজিদের বিপরীত পাশে মঞ্জুরুল আলম, সাবেক পুলিশ কর্মকর্তা সৈয়দ আহম্মদের জমি রয়েছে। পুরতন ভবন ভেঙে সেখানে যৌথভাবে তাদের একটি ৯ তলা ভবন নির্মাণাধীন। ভবনের উঠার জন্য নিচতলায় যথেষ্ঠ পরিমাণ জায়গা রেখে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। কিন্তু কোন নোটিশ ও তথ্য ছাড়াই ৪ মার্চ পৌরসভার লোকজন এসে ভেঙে দেয়। ঘটনার সময় তিনি রায়পুর উপজেলা পরিষদে ও তার অংশীদার সৈয়দ আহম্মদ পা ভেঙে হাসপাতালে ভর্তি ছিলেন। খবর পেয়ে তিনে এসে সিঁড়ি ভাঙার কারণ জানতে চান। কোন নোটিশ ও তথ্য ছাড়াই সিঁড়ি ভাঙায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। তবে কোন মারামারির ঘটনা ঘটেনি। পরে বিষয়টি তিনি থানার ওসিকে জানান। ওসি তাকে লিখিত অভিযোগ দিতে বলেন। এরমধ্যে তিনি ঘটনাটি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়নকে জানান। এতে এমপি নয়ন বিষয়টি মীমাংসা করার আশ^াস দিলে তিনি থানায় অভিযোগ দেননি। ওইদিন রাতেই তিনি ওমরাহ করার জন্য রায়পুর থেকে চলে যান। পরদিন তিনি রায়পুর ছিলেন না। ওমরাহ থেকে ফিরে তিনি জানতে পারেন তাদের বিরুদ্ধে মেয়র আদালতে মামলা করিয়েছেন।

আমাকে মেয়র ভুয়া মুক্তিযোদ্ধা বলেছে। আমি রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। ১৯৬৮ সালে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হই। আমি রায়পুর পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। দল থেকে আমার কোন চাওয়া পাওয়া নেই। এরপর আমি আর কোন পদপদবী নেওয়ার জন্য চেষ্টাও করিনি। আমি ছেলের সঙ্গে আমেরিকা থাকি। অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আমিও শাস্তি পাবো। প্রথমদিন মারমারি হয়নি। সিসি ক্যামেরার ভিডিওতে তার প্রমাণ রয়েছে। পরদিন ঘটনাস্থল ছিলামই না। এরপরও আমার নামে মামলা দেওয়া হয়েছে। 


জানাযায়,  পৌরসভা কার্যসহকারী মহিউদ্দিন বিপু বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রায়পুর আদালতে মঞ্জুরুল আলম, সৈয়দ আহম্মদ ও তার ছেলে আমির হোসেনের নামে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। 


রায়পুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, আদালত আমাদেরকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি তদন্ত চলছে। সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে। 


প্রসঙ্গত, সংবর্ধনা অনুষ্ঠানে রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রায়পুর পৌরসভার সাবেক মেয়র ইসমাইল খোকন ও রফিকুল হায়দার বাবুল পাঠান উপস্থিত ছিলেন।

আরও খবর