গত ০৭ মে ২০২৩ তারিখে বুদ্ধি প্রতিবন্ধি শিশু রাকিবকে পেয়ে তাকে নিয়ে স্থানীয় লোকজন থানায় রেখে যায়। তারপরবর্তীতে মোঃ মোহসীন হোসাইন, অফিসার ইনচার্জ, কুমারখালী থানা, কুষ্টিয়া স্যারের নির্দেশে রাকিব কে থানা হেফাজতে রাখিয়া, রাকিবের পরিবারের সন্ধান পাওয়ার জন্য সমগ্র থানা, বাংলাদেশ বরাবর বার্তা প্রেরণ করা সহ সোশ্যাল মিডিয়ায় রাকিবের ছবি সহ পোষ্ট করা হয়। যাহার প্রেক্ষিতে অবশেষে অদ্য ইং ১১/০৬/২০২৩ তারিখ দুপুর ১৩:২০ ঘটিকার সময় কুমারখালী থানার ফেসবুকের পোষ্ট দেখে ফরিদপুর জেলার সালথা থানা হইতে মোঃ মোস্তফা ফকির ও তাহার স্ত্রী মোছাঃ রত্মা খাতুন থানায় আসিলে রাকিব তাহার পিতা মাতাকে দীর্ঘ ০৫ বছর পর দেখা পাইয়া ছুটিয়া যাইয়া তার পিতা-মাতাকে জড়াইয়া ধরে। রাকিবের পিতা মাতা জানায় সে বুন্ধি প্রতিবন্ধী, সে প্রাই ০৫/০৬ বছর পূর্বে বাড়ি হইতে কাউকে কিছু না বলিয়া চলিয়া যায়। তাহার পিতা মাতা তাহাকে অনেক খোঁজাখুজি করিয়া তাকে না পাইয়া তারা ভেবে নিয়েছিল তাদের ছেলে রাকিব আর হয়ত বেচেঁ নেই। পরবর্তীতে কুমারখালী থানা হইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া রাকিবের ছবি রাকিবের গ্রামের একজন দেখতে পেয়ে তার বাবা - মা কে জানায়। রাকিবের বাবা-মা জানিতে পেরেই পাগলের মতো কুমারখালী থানায়, ছুটিয়া আসে। রাকিবকে তাহার বাবা মায়ের কাছে বুঝাইয়া দেওয়া হইল।
©🎥~ Sadat Shoumik
৩৫৫ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৩৭২ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৯৭ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৪০৫ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪০৯ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৪১২ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৩৩ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৪৮ দিন ২২ ঘন্টা ২৭ মিনিট আগে