সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে ট্রাক্টর-ট্রলিতে মাটি বহন করায় রাস্তার ক্ষয়ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার দোরমুটিয়া গ্রামের বাসিন্দা গৃহবধূ রোজিনা বেগম বৃহ¯পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দোরমুটিয়া গ্রামের গাজীপাড়ায় চলাচলের মাটির রাস্তা ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ট্রাক্টর-টলি দিয়ে মাটি বহন করছে। ফলে রাস্তাটি ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি আশেপাশের বসতবাড়ির ক্ষতি হচ্ছে। ওই গাড়ির বেপরোয়া চলাচলের কারণে শিশুসহ জনসাধারণের চলাচলেও বিঘœ ঘটছে।
দোরমুটিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বার কামাল উদ্দীন বলেন, এলাকার কিছু মানুষ নিজ জমির উপর দিয়ে নতুন রাস্তা তৈরির জন্য স্কেভেটর মেশিন নিয়ে আসে। গ্রামের একটি পক্ষ বাধা দিলে স্কেভেটর মেশিন ফিরে গেছে। ট্রাক্টর-ট্রলিতে মাটি বহন করা হচ্ছে না।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী বিশ্বজিৎ দত্ত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
৭০৪ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৭২৪ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭২৪ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৫৯ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে
৭৬১ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৬৩ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
৭৬৩ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৭৬৫ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে