সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত পদ্ধতিতে পাঠদানের উপর দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫অক্টোবর) সকালে উপজেলার মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একটি কক্ষে রোটারি গ্লোবাল গ্রান্টের অর্থায়নে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) এর আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী ও ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। দলগত পদ্ধতিতে পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলের উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথ ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।
কর্মশালা অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব এবং ম্যাথ ও সাইন্স ক্লাব গঠন করা হয়।
এ প্রকল্পের আওতায় দেশের ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
৭০৪ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭২৪ দিন ৭ ঘন্টা ১৬ মিনিট আগে
৭২৪ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৫৯ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭৬১ দিন ১০ ঘন্টা ১৬ মিনিট আগে
৭৬৩ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৬৩ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৭৬৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে