মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা: নেত্রকোণার কলমাকান্দায় চলমান দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার ( ৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জন প্রতিনিধি ও এনজিও কর্মকর্তা গন। বিগত চার দিন যাবৎ বিরামহীন বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে আশংকা জনকভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি প্রশাসনের রয়েছে এবং এখন পর্যন্ত উপজেলার কোথাও পানি বন্ধি অবস্থায় মানুষ নেই বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ জানিয়েছেন। এছাড়াও সার্বক্ষনিকভাবে সকল বিষয়ে উপজেলা প্রশাসন সর্তক অবস্থায় রয়েছে এবং মনিটরিং করা হচ্ছে।
৩৮৫ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
৪০৭ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
৪৩৫ দিন ১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৪৩ দিন ৮ ঘন্টা ২০ মিনিট আগে
৪৬৪ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৪৭০ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৪৭৩ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৪৯১ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে