হামিদের বিদেশ গমন ও আ.লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন আইন উপদেষ্টা ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান জুমার পরও চলবে: হাসনাত ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ ইলিয়াস কাঞ্চনের জেপিবির শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক-৩ দুর্যোগ বিষয়ক মহড়া সাগর পাড়ের জীবন যুদ্ধ ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন সাবেক মেয়র আইভি গ্রেফতার সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির

মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল সাড়ে ৪ লাখ টাকারও বেশি বকেয়া

জামালপুরের ইসলামপুরের মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল সাড়ে ৪ লাখ টাকারও বেশি বকেয়া পড়েছে। পল্লীবিদ্যুৎ সমিতির দাবি, বিল নিতে একাধিকবার সংশ্লিষ্ট কার্যালয় থেকে তাগাদা দেওয়া হলেও এখনো পরিশোধ করা হয়নি বিলের টাকা। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যুতের বকেয়া বিলের টাকা উপজেলা পরিষদকেই পরিশোধ করতে হবে।

ইসলামপুর পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের অক্টোবর থেকে চলতি বছরের গত এপ্রিল মাস পর্যন্ত হিসাব- ৩৬৪/৫০০০ নম্বরে মো. ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৪ লাখ ৫২ হাজার ৯০ টাকা। গত ২৪ মে বকেয়া বিল পরিশোধ করতে উপজেলা পরিষদ কার্যালয় বরাবর নোটিশ দেওয়া হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘদিন ধরে বকেয়া থাকায় বিল পরিশোধ করতে একাধিকবার তাগিদও দেওয়া হয় পল্লীবিদ্যুৎ সমিতির তরফ থেকে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বকেয়া বিল বকেয়াই রয়েছে।

জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির ইসলামপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আলীবর্দী খান সুজন বলেন, 'একাধিকবার তাগাদা দেওয়া হলেও এখনো বিল পরিশোধ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে আমাদের জানানো হয়েছে
বাজেট না থাকায় বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করা হচ্ছে না।'

উপজেলা পরিষদ চেয়ারম্যানের অ্যাডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, 'অডিটোরিয়ামে ব্যবহৃত বিদ্যুতের বিলের অনেক টাকা বকেয়া পড়েছে। তবে বকেয়া বিলের টাকা উপজেলা পরিষদকেই পরিশোধ করতে হবে।'

স্থানীয় এলজিইডি বিভাগ সূত্রে জানা গেছে, এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের অনুকূলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় ৭ কোটি ৫০ হাজার টাকা ব্যয়ে ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণের কাজ শুরু করে মেসার্স সহিদ ব্রাদার্স-সোলার কনক্ট্রাকশন জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০১৯ সালের ২৮ নভেম্বর অডিটোরিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মো. ফরিদুল হক খান দুলাল এমপি।

উপজেলা পরিষদের বাস্তবায়নে নির্মিত ২০২২ সালের ৮ জানুয়ারি অডিটোরিয়ামের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এতে প্রধান আলোচক ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের এমপি মো. ফরিদুল হক খান দুলাল। উদ্বোধনের পর থেকে বিদ্যুৎ বিলের টাকা দেওয়া হয়নি পল্লীবিদ্যুৎ সমিতিকে। সেই থেকে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে অডিটোরিয়ামে।


আরও খবর