জামালপুরের ইসলামপুরে উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) দুপুরে 'তামাক নয়, খাদ্য ফলান' স্লোগান সামনে রেখে একটি পদযাত্রা বের হয়ে উপজেলা চত্বর পদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটির নানাদিক তোলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান সভাপতিত্ব করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই পদযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম জামাল আব্দুন নাসের বাবুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, গোয়ালেরচর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মনোয়ারা বেগম, উন্নয়ন সংঘের প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, কলামিস্ট এম কে দোলন বিশ্বাস, সাংবাদিক শহিদুল ইসলাম কাজল প্রমুখ।
সভায় বিশ্ব তামাকমুক্ত দিবসের নানাদিক তোলে ধরে আলোকপাত করেন বক্তারা।
৩ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২০ দিন ২৭ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে