৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গোদাগাড়ী উপজেলায় আগামী কাল বুধবার ভোট। ভোটকেন্দ্র গুলোতে সরঞ্জাম পৌছাতে শুরু করেছে। শেষ হয়েছে নির্বাচনের সকল প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে গেছে গোদাগাড়ী উপজেলা।
আনুষ্ঠানিক প্রচার শেষ হয়েছে গত সোমবার মধ্যরাতে। ভোট কেন্দ্র গুলোর আশে পাশে ছেয়ে গেছে নববধূ রুপে সাদাকালো ও রঙ্গিন পোস্টার ও ব্যানারে। ভোটারদের ভোট দেওয়ার পালা, অপেক্ষায় এখন চূড়ান্ত রায়ের।
প্রত্যাশা পূরণের পরীক্ষার সামনে দাঁড়িয়েছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১১ জন প্রার্থী। কোন প্রার্থীর প্রত্যাশা পুরন করবে সাধারন ভোটাররা সেই অপেক্ষার পহর গুনছে প্রার্থী ও সর্মথকরা।
দুটি পৌরসভা এবং নয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত গোদাগড়ী উপজেলায় নির্বাচনী লড়াইয়ে থাকা ৫ জন চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম (কাপ পিরিচ), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী জেলা পরিষদেও সাবেক সদস্য রবিউল আলম (আনারস), উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক বেলাল উদ্দিন সোহেল (দোয়াত-কলম), উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও সহকারী পরিচালক ( অবসরপ্রাপ্ত) কাষ্টম গয়েন্দা সুন্দন দাস রতন (মোটরসাইকেল) ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মার্কনি (ঘোড়া) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীরা হলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নাজমুল হক (চশমা), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল সরকার (তালা), উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সালমান ফিরোজ ফয়সাল (টিয়া পাখি) ও আদিবাসী নেতা হুরেন টুডু (টিউবওয়েল) মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা লীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি (প্রজাপতি) ও উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কৃঞ্চাদেবী (ফুটবল) মার্কা নিয়ে লড়ছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলা নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮১ হাজার ১৬০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৮৭০ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৯ হাজার ২৮৯ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১০৭ টি। ভোট কক্ষের সংখ্যা ৭১৫ টি। কেন্দ্র প্রতি গড় ভোটের সংখ্যা ২ হাজার ৬২৭ জন। কক্ষ প্রতি গড় ভোটের সংখ্যা ৩৯৩ জন। মোট ভোট গ্রহন কর্মকর্তা ২ হাজার ২৫২ জন। প্রিজাইডিং অফিসারের সংখ্যা ১০৭ জন। সহকারী প্রিজাইডিং অফিসারের সংখ্যা ৭১৫ জন। পোলিং অফিসারের সংখ্যা ১ হাজার ৪৩০জন।
২ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩৪ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৭ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৩৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে