মুগ্ধতা ছড়ালেন জয়া আদমদীঘিতে শ্রমিক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘাটাইল উপজেলা বিএনপি,র কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা নাগেশ্বরী সরকারি কলেজ হলরুমে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় জাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার উৎসবমুখর পরিবেশের প্রশংসা সর্বমহলে অভয়নগরে শরীফ হজ গ্রুপ বাংলাদেশের হজ প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলার ৫৪টি স্বেচ্ছাসেবি সংগঠনকে হাজী সেলিম ফাউন্ডেশনের সম্মাননা শৈলকূপায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপি নেতা বাবুল হোসেন মোল্লাকে দেখতে গেলেন নায়েব আলী মণ্ডল মোংলায় বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে মে দিবস পালন হলোনা আন্তর্জাতিক শ্রমিক দিবস, শ্রমিকদের ন্যায্য দাবী নিশ্চিত করতে পেরেছে কি আর কোন শামীম ওসমান যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে: ভিপি নুর তিনবার আবেদনেও সাড়া মেলেনি, ক্যান্সারে হার মানলেন ববি শিক্ষার্থী জিমি লাখাইয়ের কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি,লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। লাখাইয়ে বিষাক্ত সাপের ছোবলে ২বছরের বাচ্ছার মৃত্যু। দৃষ্টি সবার অধিকার, ইউ এস বাংলা ডিজিটাল চক্ষু হাসপাতালের অঙ্গিকার পৌনে চার লাখ মানুষের স্বাস্থ্য সেবা লক্কর ঝক্কর করে চলছে সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্স লালপুরে পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৫ শান্তিগঞ্জে ১৬৮ পিস ইয়াবাসহ রিকশাচালক গ্রেপ্তার লালপুরে পদ্মা নদীতে সেনাবাহিনীর অভিযানে ৪ জন আটক: তিনটি ড্রেজার ও ২টি বালু ভর্তি ট্রলার জব্দ ধামরাইয়ে ছাত্র হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার

রাজশাহী-১ আসনে শরীফ উদ্দিনকে চাই তৃণমুল বিএনপি

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) এই সংসদীয় আসনটিতে আগামি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে কেউ কেউ দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে এখানে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে সহযোগিতা করার জন্য বিএনপির নীতিনির্ধারণী মহল থেকে নেতাকর্মীদের বার্তা দেয়া হয়েছে নেতাকর্মীদের মুখে মুখে এমন আলোচনা রয়েছে। এদিকে গোদাগাড়ী তানোর জুড়ে বিএনপির তৃনমুলকে শক্তিশালী করতে শরীফ উদ্দিনের দির্ঘদিন ধরে মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম ফলে গোদাগাড়ী তানোরের তৃণমুল বিএনপি আজ আগের চাইতে অনেক ঐক্য বদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে। যার ফলে বিএনপির রাজনীতিতে নয়া সমীকরণের সুত্রপাত হয়েছে।
এখন গোদাগাড়ী তানোরের সকল পর্যায়ের বিএনপির নেতা কর্মিরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে শরীফ উদ্দিনের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতে মাঠ পর্য়ায়ে কাজ করে চলেছে। এতে করে তৃণমুলের নেতা কর্মিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের প্রার্থী হিসাবে মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকেই চাচ্ছে, শরীফ উদ্দিনের কোন বিকল্প চাচ্ছে না।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাশী কেউ কেউ খেলাধুলা, তাফসির মাহফিল এবং সামাজিক কর্মসুচির মাধ্যমে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মনোযোগ আর্কষণের চেষ্টা করেও ব্যর্থ হয়ে দলের নীতিনির্ধারণী মহলের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্য নানা কৌশল খুঁজে বের করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। আবার কেউ টাকা ছড়িয়ে নেতা ও কর্মী-সমর্থকদের কাছে টানতে প্রাণপন চেষ্টা করছে। কিন্তু বিএনপির আদর্শিক এবং মুল ধারার নেতা ও কর্মী-সমর্থকদের কাছে থেকে তেমন কোনো সাড়া না পেয়ে তারা রণে ভঙ্গ দিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। তবে তারা মাঝে মধ্যে টাকা ছিটিয়ে ভাড়া করা লোক দিয়ে শরীফ উদ্দিনের ক্লিনইমেজকে নষ্ট করার অপচেষ্টা চালিয়েও ব্যার্থ হচ্ছে। তৃণমুল বিএনপির নেতা কর্মিরা তাদের এই অপচেষ্টাকে মেনে নিচ্ছে না।
সাধারন জনগনের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী অঞ্চলে বিএনপির আদর্শিক রাজনীতি ও নেতৃত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যরিষ্টার আমিনুল হক পরিবারের কোনো বিকল্প নাই এই আসনটিতে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির দলীয় মনোনয়ন পাচ্ছেন মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দিন এটা প্রায় নিশ্চিত এ আসনের সাধারন ভোটাররা।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত, বিএনপির আদর্শিক রাজনীতি ও নেতৃত্বে বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী প্রয়াত ব্যরিষ্টার আমিনুল হক মনোনয়ন নেয়নি, তারই সুপারিশে অনেকেই মনোনয়ন পেয়েছেন। তারই ছোট ভাই মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন। ফলে রাজনীতিতে নেতৃত্বের প্রতিযোগীতায় শরীফ উদ্দিনের মতো নেতৃত্বকে হারানো যায় না, তারা রাজনৈতিক দলের কাছেই বড় সম্পদ। ফলে শরীফ উদ্দিনের মতো নেতৃত্বের সঙ্গে প্রতিযোগীতার নামে বিরোধ নয় তাদের সঙ্গে সমঝোতা করে চলতে এবং শিখতে হয়। আর যাদের এসব বোঝার ক্ষমতা নাই তারাই রাজনীতি থেকে ছিটকে পড়ে অতল গহবরে হারিয়ে যায়।
তৃণমুলের ভাষ্য, বাংলাদেশে এখন মাঠে-ঘাটে বগী আওয়াজ দিয়ে, টাকা ছিটিয়ে বা ভাড়া করা লোক দিয়ে সমাবেশ করে রাজনীতি হয় না।
গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক বলেন, “দল এবার পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী চাইছে। বিএনপির ভাইস-চেয়ারম্যান সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যরিষ্টার আমিনুল হকের মৃত্যুর পর গোদাগাড়ী তানোরে বিএনপি নেতৃত্ব শূণ্য হয়ে পড়ে ছিল। তারই সহদর ছোট ভাই মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিন গোদাগাড়ী তানোরে বিএনপির হাল ধরেছেন। তিনি পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। তৃণমূল বিএনপির নেতা কর্মিরা চাচ্ছে তাঁদের প্রার্থী হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দিনকে।”
এ বিষয়ে গোদাগাড়ী ও তানোর উপজেলার বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েক জন নেতার সাথে কথা বললে তারা বলেন, দেশের সর্ব বৃহত গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি। দলের মনোনয়ন যে কেউ চাইতেই পারে এটা স্বাভাবিক ঘটনা। তবে এখানে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের মনোনয়ন নিশ্চিত। তারা আরো বলেন, আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ আসনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি।

Tag
আরও খবর