নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা স্বর্ণের বার সহ পাচারকারী আটক;উদ্ধার ১০ পিছ ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিবে সরকার কিশোরগঞ্জে দেশীয় অস্ত্র্র ও বুলেটসহ ভুয়া ছাত্র সমন্বয়ক গ্রেফতার বাংলাদেশ মানবাধিকার কমিশন "মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে শীর্ষক আলোচনা সভা লালপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় প্রধান আসামী মনি সরদার গ্রেপ্তার কুড়িগ্রামের মইনুলের ভর্তির ব্যবস্থা করলো জবি ছাত্র শিবির পাগলা-বীরগাঁও রাস্তায় ভাঙন, চরম ভোগান্তির আশঙ্কায় জনসাধারণ নাগেশ্বরীতে নারীর পর্দা নিয়ে কটুক্তি সহকারী অধ্যাপক লাকীর, সোশ্যাল মিডিয়ায় ঝড় পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঠাকুরগাঁও-লাহিড়ী- নেকমরদ রুটে বাস সার্ভিস চালুর দাবী নোয়াখালীতে ট্রেনের দাবিতে ছাত্র-জনতার রেলপথ অবরোধ মানববন্ধন সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্টের ১৩৬তম সভা অনুষ্ঠিত রাবিতে চান্স পেলো সাংবাদিকের পুত্র নাজমুস সাকিব লোহাগাড়ায় জাল টাকার নোটসহ পুলিশের জালে আটক ৩। জাতীয় ঐক্যের প্রতীক তারেক রহমান লোহাগাড়া উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনু্ষ্ঠিত। ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার সাধারণ সম্পাদক হাসান আলী নির্বাচিত কুষ্টিয়ায় মাদক সম্রাজ্ঞী কামিনী গ্রেপ্তার

শিক্ষকরাই মানুষ গড়ার প্রকৃত কারিগর : যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

শিক্ষকরাই মানুষ গড়ার প্রকৃত কারিগর। শিক্ষকরা চাইলে একজন শিক্ষার্থীকে দেশের সর্বচ্চো স্থানে পৌছে দিতে পারেন। শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক এক সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা সরকারি প্রাথমিকশিক্ষক সমিতির আয়োজনে বাঘাপ্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ কথা বলেন।


তিনি বলেন, সবাই যদি আন্তরিভাবে চেষ্টা করে, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবেই, কেউ পিছিয়ে থাকবেনা। সবাই কষ্ট করে লেখা পড়া শিখে। যেমন আমি সরকারি চাকরিতে আসার পর নিজের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি। মানুষকে ভালোবাসি। কোন চাওয়া পাওয়ার বাইরে থেকে মানুষের কল্যাণে কাজ করি।



সেমিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব থেকে রথীন্দ্রনাথ দত্ত যুগ্ম সচিব পদে পদন্নোতি পাওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। রথীন্দ্রনাথ দত্ত রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।


আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সরকারি প্রাথমিকশিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম। সাধারণ সম্পাদক সুনীত কুমার দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি শিক্ষা কর্তকর্তা আব্দুর মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী মোল্লাহ, আব্দুল জলিল।



বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারন সম্পাপদক নূরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।

Tag
আরও খবর