কতদিন দেখিনা তোমার ক্লান্ত মুখ-
ছটফট করে মনটা আমার
হাহাকার করে বুক।
এখনো কি তুমি আগের মতো-
করে থাকো অভিমান,
তোমার কথায় পাইনি আঘাত
হয়ে গেছে সব ম্লান।
পৃথিবীর রূপ দেখিয়েছ তুমি
করেছো হাজারো ত্যাগ
জানিনা আমি হতভাগা সেই
কি দিবো তার দাম।
জীবনের মায়া করনি তুমি
করেছো অকান্ত শ্রম,
বিপদে তুমি আগলে রেখেছো
শ্রেষ্ঠ দেবতার মতো।
মরণেও তুমি পাওনি ভয়
শুধু মোদের জন্য,
নিজের কথা ভাবনি কখনো
মুখে তুলে দিয়েছো অন্ন।
ফজিলা খাতুন
ফ্রিল্যান্সার।
তারাগঞ্জ, রংপুর।
২৭ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৩২ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪৬ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৬৪ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৬ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে