মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের সম্মানে সারা বিশ্বের মতো ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।এ উপলক্ষে দোহার নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ সদানন্দ মধু বলেন, ১৯৯৫ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশসহ পৃথিবীর ১০০টির অধিক দেশে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এটি দেশ-বিদেশে ‘শিক্ষক’ পেশাজীবীদের জন্য সেরা সম্মান। পরবর্তী প্রজন্মও যেন যথাযথ মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে সেটাও আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য।
তিনি বলেন, শিক্ষকদেরও শিক্ষাদানে মনোযোগী হয়ে আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তাহলেই শিক্ষক শিক্ষার্থী উভয়ের মর্যাদা বাড়বে।
এ সময় উপস্থিত ছিলেন- কলেজ শিক্ষক খায়রুল আলম, আব্দুল কাদের, মো. জাহাঙ্গীর আলম, ওয়াহিদা আহমেদ, আবদুল আলীম, নির্মল হালদার, শিপন মিয়া, ছাত্রলীগ নেতা দিপ্ত দেওয়ান, নাসির উদ্দীন প্রমুখ।
৩২৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৩২৯ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৫২ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৩৫৯ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৯১ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯৭ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪০৫ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৩২ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে