স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভংকরের ফাঁকি। এর ফাঁক দিয়ে অজগর সাপ ঢুকে সব খেয়ে ফেলতে পারে। নিয়মতান্ত্রিকভাবে এটি বাতিল করা হয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকার দাবি করে। সারা পৃথিবীতে কেউ এতে সম্মতি দেয় না।
তিনি আরও বলেন, আপনারা (বিএনপি) চান একটা দুর্যোগপূর্ণ ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশ। দুদফায় ক্ষমতায় থেকে কী কী করেছেন? আর আওয়ামী লীগ কী কী করেছে তা দেখেন। বাংলাদেশ আজ শান্তিপূর্ণ দেশ। এ দেশটাকে নষ্ট করার জন্য বিএনপি চেষ্টা করছে।
শনিবার কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়তনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি অশান্তি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশকে রক্ষা করার জন্য শেখ হাসিনার নেতৃত্বে জনগণ আজ ঐক্যবদ্ধ। সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করে সবগুলো আসনে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী করতে তিনি আহ্বান জানান।
কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ মেরি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আহমেদ, পুলিশ সুপার আবদুল মান্নানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত
৩২৭ দিন ১০ ঘন্টা ১৪ মিনিট আগে
৩২৯ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩৫২ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৩৫৯ দিন ২২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৯১ দিন ১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৯৭ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৪০৫ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৩২ দিন ৩ ঘন্টা ৩৯ মিনিট আগে