চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন।
মেলায় সরকারের ২২টি দপ্তর ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় যেকোনো নাগরিক ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই-মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স আবেদন ও নবায়ন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া বিআরটিএর স্টল থেকে ৫ হাজার জনকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
মেলার স্টল পরিদর্শনের পর জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
২ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে
৪৩ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৪৬ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯৯ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১০২ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০৪ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে