কুলিয়ারচরে একজন সহ পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত গলাচিপায় ১০ শয্যার মা ও শিশু হাসপাতালে সেবা চালুর দাবিতে মানববন্ধন 'সোশ্যাল জাস্টিস' প্রতিযোগিতায় প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুমোট ঢাকার আকাশ, ২১ জেলায় ঝড়-বৃষ্টির আভাস সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি মধুপুরে বিধবা নারীকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন ধানেশীষের প্রত্যাশী কর্ণেল আজাদ মিরসরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শৈলকুপা প্রেসক্লাবের আহবায়ক কমিটি ঘোষণা: আহবায়ক ডাবলু, সদস্য সচিব শিহাব সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমন তদন্তে তিন উপদেষ্টার কমিটি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের ১ দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল শান্তিগঞ্জে সিএনজি চোর চক্রের সক্রিয় সদস্য নিজাম গ্রেফতার যুক্তরাজ্য যুবদল নেতা শেখ নাসির উদ্দীনকে কালিগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা ও মতবিনিময় সভা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে নোয়াখালীর জেলাপরিষদ চেয়ারম্যান পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগ লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, যা মানব দেহের জন্য ক্ষতিকারক। স্নেহের তৃষ্ণা রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশ ঘিরে বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রস্তুতি সভা উলিপুরে ২০ মামলার মাদক কারবারি আটক ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে ইবি শিবিরের মিষ্টি বিতরণ

চবিতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন’ এর উদ্যোগে দিনব্যাপি ‘ইন্টারন্যাশনাল রিচার্স ওয়ার্কশপ’ ১৪ নভেম্বর  সোমবার  সকাল ৯  টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।   

উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। চবি সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলোজি’র প্রধান ও যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাবির হোসাইন। 

 উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ হলো নতুন নতুন উদ্ভাবনধর্মী গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন ও তা বিতরণ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান-গবেষণার অন্যতম উর্বর ক্ষেত্র। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ নিজ নিজ গবেষণাকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে স্বনামধন্য। তিনি বলেন, এ ধরণের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ যত বেশী অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে জ্ঞান-গবেষণার ক্ষেত্র ততবেশি সম্প্রসারিত হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও সমৃদ্ধ হবে। ওয়ার্কশপে আগত গবেষকবৃন্দের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে গবেষণা নব নব দিক উন্মোচিত হবে মর্মে  উপ-উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।  উপ-উপাচার্য ওয়ার্কশপের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জনাব মোঃ গোলাম আজম। উল্লেখ্য কর্মশালায় দুটি সেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর