ভোলায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রুপ নিচ্ছে। এখন পর্যন্ত এই জেলায় আক্রান্ত ১২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২২০ জন, চিকিৎসাধীন রয়েছেন এখনোও ৪৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘন্টায় এই রোগে আক্রান্ত হয়েছে ১৯ জন। এই ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শনিবার (১৯ই আগস্ট) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলতে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। পরে পরিচ্ছন্নতা অভিযানে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় যুব রেডক্রিসেন্ট, ভোলা সরকারি কলেজ ইউনিট। এসময় রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপু, যমুনা টিভির জেলা প্রতিনিধি জুয়েল সাহা, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ভোলা জেলা সমন্বয়ক হারুনুর রশিদ শিমুল, এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানসহ জেলা প্রশাসক কার্যালয়ের একাধিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে এডিস মশা বংশবিস্তার করতে পারে; এমন স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।
৩৩৭ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৪৫ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৪৫ দিন ২২ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৪৬ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩৬৮ দিন ১৯ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৭৯ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৮১ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৮২ দিন ২২ ঘন্টা ৫৯ মিনিট আগে