ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ভালুকায় ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মানবন্ধন ও রোকেয়া দিবস উদযাপন করা হয়।
জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চার জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৫৯০ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৫৯২ দিন ৩০ মিনিট আগে
৬০৭ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৬২৪ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৬২৪ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৩১ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
৬৫১ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে