কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

চিকিৎসা ছুটি নিয়ে ভারতে থাকার কথা, কিন্তু কর্তৃপক্ষকে অবহিত না করেই নিয়োগ পরীক্ষায় ডিউটি পালন!

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো: আল বেরুনী ফারুক। গত ১৮ এপ্রিল এক মাসের ছুটি নিয়ে চিকিৎসার জন্য যান দেশের বাইরে। ছুটির হিসেব অনুযায়ী, আগামী (১৭ মে) পর্যন্ত চিকিৎসার জন্য দেশের বাইরেই থাকার কথা।


অথচ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়েই রুয়েটে অনুষ্ঠিত রাজশাহী ওয়াসার নিয়োগ পরীক্ষার ডিউটিতে অংশগ্রহণ করেছিলেন।


অভিযোগ উঠেছে, ছুটিতে থাকাকালীন কাউকে না জানিয়ে অসৎ উদ্দেশ্যে তিনি হঠাৎ নিয়োগের মত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষার ডিউটিতে অংশ নিয়েছিলেন। বিষয়টি নিয়ে রুয়েট ক্যাম্পাসে বইছে সমালোচনার ঝড়।


রুয়েট ক্যাম্পাস ‍সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে রাজশাহী ওয়াসার সহকারী প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলী এই দুই পদে রুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রটোকল অনুযায়ী, সেই নিয়োগ পরীক্ষায় ডিউটির দায়িত্ব পেয়েছিলেন রুয়েটের পরিষদ শাখার ডেপুটি রেজিস্ট্রার শাহ মো. আল বেরুনী ফারুক। তবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য ফারুক গত ১৮ এপ্রিল থেকে আগামী ১৭ মে পর্যন্ত এক মাসের ছুটি নেন। সেই অনুযায়ী, শুক্রবারও (১২ মে) তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে থাকার কথা। অথচ চিকিৎসা শেষে ফিরে আল বেরুনী ফারুক বিশ্ববিদ্যালয়ে যোগদান না করেই শুক্রবার রুয়েটে অনুষ্ঠিত ওয়াসার নিয়োগ পরীক্ষায় দায়িত্ব পালন করেন।


এ বিষয়ে রুয়েটের একাধিক শিক্ষক-কর্মকর্তা জানান, শাহ আল বেরুনী ফারুক অসৎ উদ্দেশ্যে তথা কোনো চাকরি প্রার্থীকে সহযোগিতা করতেই ছুটিতে থাকাবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে নিয়োগ পরীক্ষার ডিউটিতে অংশগ্রহণ করেন। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে বেশ সমালোচনাও হচ্ছে। তারা আরো বলেন, রুয়েট ঐতিহ্যবাহী একটি শিক্ষাপ্রতিষ্ঠান। বাইরের একটি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা আমাদের এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। অথচ এই নিয়োগ পরীক্ষায় অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে আল বেরুনী ফারুক ছুটিতে থেকেও কাউকে না জানিয়ে পরীক্ষার ডিউটি পালন করেছে। এতে রুয়েটের সুনাম নষ্ট হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে শাহ মো. আল বেরুনী ফারুক বলেন, ‘আমার ছুটি শেষ হবে ১৭ মে। আমার যোগদানের সাথে ডিউটি পালনের কোনো সম্পর্ক আছে বলে মনি করি না। কারণ, এটি রুয়েটের অভ্যন্তরীণ কোনো পরীক্ষা নয়। বাইরের পরীক্ষা রুয়েটে অনুষ্ঠিত হয়েছে। আর সেই পরীক্ষায় আমি ইনভেজিলেটর হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সঙ্গে আরো দুইজন শিক্ষক দায়িত্ব পালন করেছে। আমি কেমন করে অসৎ উদ্দেশ্যে সেখানে ডিউটি পালন করতে যাবো?’


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজশাহী ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে ওয়াসার অন্য কেউ জানে কি না’ তিনি এ সম্পর্কে জানতে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালকের (অর্থ ও প্রশাসন) সঙ্গে কথা বলতে বলেন তিনি।


বিষয়টি সম্পর্কে জানতে রাজশাহী ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) এস.এম. তুহিনুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


রুয়েটের কম্পোট্রলার মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমার জানামতে- তিনি (ফারুক) ছুটি নিয়ে ভারতে যাওয়ার কথা। হয়তো বৃহস্পতিবার রুয়েট বন্ধ ছিল। আসলে আমি জানি না সে কেন যোগদান না করে নিয়োগ পরীক্ষার ডিউটি পালন করলেন। অথোরিটিকে না জানিয়ে এভাবে ডিউটি পালন করা কোনোভাবেই উচিত নয়। বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।’


রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আরিফ আহমেদ চৌধুরী বলেন, ‘তার (ফারুক) উচিত ছিল যোগদান না করেই ডিউটিটা না করা। তাহলে আজ যে প্রশ্ন উঠেছে সেটি উঠতো না। যেহেতু বাইরের পরীক্ষা সেই চিন্তাভাবনা থেকে হয়তো সে ডিউটি পালন করেছে।’


এই নিয়োগ পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন রুয়েটের সাবেক ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম বেগ। এ সম্পর্কে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


উল্লেখ্য, শাহ মো: আল বেরুনী (ফারুক) ভারত থেকে চিকিৎসা শেষে গত ৫ মে দেশে ফিরলেও কর্মস্থলে যোগদান করেননি, অফিসিয়াল হিসেবে তিনি দেশের বাহিরে আছেই। কিন্তু ‘রুয়েটের ৯ শিক্ষক-কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি ঘটনায় দায়ের করা মামলায় অধিকতর তদন্তের জন্য হাতের লেখা/নমুনা প্রদানের জন্য আদালতের নির্দেশে গত (৯ মে) তিনি আদালতে হাজিরা দিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ।

আরও খবর





পরোয়ানা মূলে আসামী গ্রেফতার অভিযান।

৪৪৯ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে


বাগমারায় বাচ্চা অপহরণ কারি গ্রেফতার।

৪৪৯ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে