লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

বাঘায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের ভয়-ভীতি,হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


 
রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ  কর্মকর্তা- চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্স-সহ কর্মচারীদের ভয়-ভীতি,হুমকি প্রদান ও অশালীন ভাষায় গালি-গালাজ এবং চাঁদা দাবির প্রতিবাদে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে মানব অনুষ্ঠিত হয়েছে। 
রোববার (১০ নভেম্বর ২৪) বেলা ১২ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বন্ধনে বক্তারা 
 দিনের পর দিন তার এ ধরনের আচরণে হাসপাতালে চিকিৎসা সেবায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী প্রাণভয়ে শঙ্কায় রয়েছে। এর আগেও হাসপাতালে আগত রোগীদের জিম্মি করে টাকা আদায় করে চড় থাপ্পড় মেরে ছেড়ে দেওয়ার অভিযোগও ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে রয়েছে।
 সর্বশেষ শনিবার (৯ অক্টোবর)  হাসপাতালের ওয়ার্ডের ভেতরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-নার্সদের মারমুখি আচরন করে অপমান অপদস্ত করে। এসময় ওয়ার্ডে চিকিৎসারত রোগী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 জানা যায়,শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটে উত্তর মিলিকবাঘা গ্রামের  গোলাম মোস্তফার, ৩ বছরের শিশু মোস্তাকিনকে  শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ ফেরদৌসী বেগম রোগীকে পর্যবেক্ষন করেন। এ সময় খিচুনিসহ অন্যান্য উপসর্গ দেখা দেওয়ায় অক্সিজেনসহ উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগীর লোকজন বহিরাগত মাইক্রো ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিককে নিয়ে আসেন। এসময় তারা  রোগীকে না নিয়ে সিনিয়র স্টাফ নার্সদের অকথ্য ভাষায় গালিগালাজসহ অসদাচরন করে। রোগী দ্রুত রামেক হাসপাতালে নিয়ে না গেলে মারা যেতে পারে বললে তারা (বুলবুল আহমেদ ও অনিক) নার্স-চিকিৎসককে মারধর, হামলা ও ভাংচুরের উদ্দেশ্য বহিরাগতদের ডেকে আরো চড়াও হয়। পরে আনসার সদস্যদের সহযোগিতায় রক্ষা পায়। এতে আধা ঘন্টা দেরি হলে রোগী মারা যায়। এর আগে বর্হিঃবিভাগের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাক্তার আসাদুল ইসলামের পরামর্শক্রমে ১০ টা ৩০ মিনিটে জরুরি বিভাগে ভর্তি হয়ে শিশু ওয়ার্ডে নেওয়া হয়। 
এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আশাদ বাদি হয়ে বাঘা থানায় অভিযোগ করেছেন।  তিনি অভিযোগ করেছেন, সরকারি কাজে বাধা প্রদান সহ চিকিৎসার সেবা ব্যাহত করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অপমান অপদস্থ করার জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই ধরনের কার্যকলাপ করে বেডাচ্ছে।
  রোগীর অভিভাবক গোলাম মোস্তফা জানান , রামেক হাসপাতালে নেওয়ার জন্য বললে ড্রাইভার বুলবুলকে জানানো হয়। এ বিষয়ে বুলবুল আহমেদ দাবি করেন, বিষয়টি তাকে জানানোর পর ওয়ার্ডে যান। সেখানে রোগীর  মৃত প্রায় অবস্থা দেখে চিকিৎসা প্রদানের বিষয়াদি নিয়ে ঝামেলা হয়।
 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান আসাদ জানান, বিষয়টি জানার পরে রোগীর কাছে গেলে ড্রাইভার বুলবুল আহমেদ ও অনিকসহ নাম না জানা অনেকেই মারমুখি হয়ে উঠে। এ সময় স্থানীয় লোকজন স্টাফদের সহযোগিতায় অফিস কক্ষে ফিরে আসেন। তিনি বলেন,এর আগেও বহির্বিভাগে কর্তব্যরত চিকিৎসকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ রয়েছে ড্রাইভার বুলবুল আহমেদের বিরুদ্ধে। বাঘা থানার ওসি জানান,অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ ( ওসি) আবু সিদ্দিক আসামিদের  গ্রেপ্তারের চেষ্টা অভ্যত রয়েছে।
Tag
আরও খবর







বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা

২৬ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে