লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত তামিম চিরনিদ্রায় শায়িত। কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ

আমতলীতে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের বিরুদ্ধে চাদাবাজীর মামলা।

 বরগুনার আমতলীর গুলিশাখালী ইউপির সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো.নুরুল ইসলাম মিয়াসহ ৯ জনের বিরুদ্ধে মঙ্গলবার বরগুনা দ্রুত বিচার ট্রাইবুন্যালে চাদাবাজীর অভিযোগে মামলা দায়ের করেছেন একই ইউনিয়নের গুলিশাখালী গ্রামের মৃত মজিদ পঞ্চায়েতের ছেলে মো. সামসু পঞ্চায়েত।


মামলা সূত্রে জানা যায় মামলার ১ নং আসামী মো. নুরুল ইসলাম তার স্ত্রীর নামে গুলিশাখালী এলাকায় ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইটভাটা পরিচালনা করে আসছেন।উক্ত ভাটাটি জনসাধারন ও বিদ্যালয়গামী ছাত্র / ছাত্রী ও এলাকার শিশুদের জন্য খুবই ক্ষতির কারন হয়ে দাড়িয়েছে। ইটভাটা থেকে ৫০০ / ১০০০ হাজার মিটারের মধ্যে দুটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১ টি মাধ্যমিক বিদ্যালয় ১টি বাজার ১টি ব্যাংক ও আশ্রয়কেন্দ্র , সরকারী উপ স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। 


ন্যাশনাল ব্রিকস ইটভাটার নির্গত ধোয়ার কারনে সংশ্লিষ্ট গ্রামের ফলফলাদিসহ কৃষকদের উৎপাদন ধ্বংসের মুখে। ইটভাটার ট্রাক ও হামজা চালানোর কারনে এলজিইডি কর্তৃক নির্মিত সরকারী রাস্তাগুলো ধ্বংসের পথে। ইটভাটা থেকে নির্গত ধোয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।বর্তমানে ঐ ইটভাটার কারনে এলাকার বৃদ্ধ শিশু নারী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।


 যা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে একই এলাকার আমান উল্লাহ লিটন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন যার নং ১৬১৯/২০২৩ যাহাতে ইটভাটার মালিক ও প্রতিপক্ষ আছেন। আমান উল্লাহ লিটন যে রিট পিটিশন দায়ের করেন তাতে তিনি এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারনের গন স্বাক্ষরসহ জমা দেন। উক্তগনস্বাক্ষর তালিকায় ২ নং ক্রমিকে বাদীর স্বাক্ষর রয়েছে। এছাড়াও বাদী বিভিন্ন সময় ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচার নামক ইটভাটার কারনে ক্ষতির বিষয়ে সাংবাদিকদের তথ্যদেয় যা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। একারনে মামলার আসামীরা বাদীর উপর ক্ষিপ্ত হয়। 


ঘটনার তারিখ গত ৩১ মার্চ শুক্রবার সকালে ৮টার সময় গুলিশাখালী সাকিনের ন্যাশনাল ব্রিকম্যানুফেকচার নামক ইটভাটার পশ্চিম পাশে পাকা রস্তার উপর মামলার বাদী সামসু পঞ্চায়েত দেখতে পেয়ে মামলার আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে বাদীকে পথ রোধ করে শক্তির মহড়া দেখাইয়া ত্রাসের রাজত্ব কায়েম করিয়া অতর্কিত ভাবে আক্রমন করে ১ নং আসামী মোঃ নুরুল ইসলাম মিয়া তাহার নিজের ব্যবহৃত লাল প্রাইভেট কারের মধ্য হইতে তাহার নিজের ব্যবহৃত শটগান বের করিয়া বাদীর পেটে ঠেকিয়ে বলে যে, এক এক করে ৩ রাউন্ড গুলি তোর পেটে আজ হোক কাল হোক ডুকাবো বলে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে নতুবা চাদাঁর টাকা না দিলে এলাকায় থাকতে দিবে না কোন ব্যবসা বানিজ্য করিতে দিবেনা মামলার বাদীকে।  


বাদীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন চলে আসায় বাদীকে আসামীরা জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। 


এ ঘটনায় মঙ্গলবার সামসু পঞ্চায়েত বাদী হয়ে বরগুনা বিজ্ঞ দ্রæত বিচার ট্রাইবুন্যালে মো. নুরুল ইসলাম (৫৫) মো. নুরুদ্দিন (৪৯) সালাম পঞ্চায়েত (৪৮) মো. মস্তফা(৪৮) মো.রোকন(৪৫)মো. ওহেদুল(৩৮) স্বপন মোল্লা(৪৫) মো.মোতালেব গাজী(৪২) মো. শাহিন গাজী(৪০)কে আসামী করে মামলা দায়ের করেন।


 এবিষয় জানার জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলমিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 


মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহাগ মোল্লা জানান, আদালতের বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত পুর্বক প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।

আরও খবর
আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

৪০৭ দিন ২২ ঘন্টা ৯ মিনিট আগে