রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন বন্ধ থাকছে। দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী ও শুক্র-শনিবার মিলিয়ে ১০ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে এ বিশ্ববিদ্যালয়ে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২-৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা এবং ৪-৬ অক্টোবর পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এছাড়া পবিত্র আখেরি চাহার সোম্বার জন্য ২১ সেপ্টেম্বর ও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর মধ্যে ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর শুক্র-শনিবার হওয়ায় সব মিলিয়ে ১০ দিন বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয়ের অতি জরুরি বিভাগ পানি, বিদ্যুৎ, চিকিৎসা ও প্রহরা ব্যবস্থা যথারীতি চালু থাকবে।
৪ দিন ৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৭ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮৩ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৫ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯২ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
৯৪ দিন ২ ঘন্টা ২৩ মিনিট আগে
৯৫ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে