প্রকাশের সময়: 06-05-2024 01:45:09 pm
নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
সোমবার (৬ মে) সকালে পাবিপ্রবিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রলীগ। এতে একাত্মতা প্রকাশ করেন সাধারণ ছাত্রসমাজ, শিক্ষক ও কর্মকর্তারা।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ছাত্রলীগের এ কর্মসূচি শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয় ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: কামাল হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক - শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ।
৪৯ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫৪ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৭ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে
৬৯ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৪ দিন ৭ ঘন্টা ৫২ মিনিট আগে
১০২ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে
১৫৬ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
১৬৪ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে