অভয়নগরের কামকুল বাজার…একটি ব্যস্ততম জনপথ… যেখানে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ।শিমুলিয়া, কাইছদিয়া, বনগ্রাম, হরিশপুর কিংবা গোবরা বাজার—সবার পথ যেন মিশে যায় এই একটি সড়কে।কিন্তু বর্ষা এলেই সেই পথ হয়ে ওঠে এক দুঃসহ যাত্রার নাম।বৃষ্টি মানেই জলাবদ্ধতা, আর জলাবদ্ধতা মানেই—ভোগান্তি।মঙ্গলবার (৬ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার কামকুল বাজার তিন রাস্তার মোড় এলাকায় বৃষ্টিতে সড়কটিতে পানি জমে আছে। এ অবস্থাতেই চালাচল করছে , ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অসংখ্য যানবাহন। জমে থাকা বৃষ্টির পানি ছিটকে এসে আশপাশের দোকানে লাগছে,এছাড়াও ভোগান্তিতে পড়েছে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও। অদূরেই রয়েছে উত্তর অভয়নগর কারিগরি স্কুল এন্ড কলেজ, কামকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কে শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এছাড়াও দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়, মসজিদ মাদ্রাসা অসংখ্য পরিবার, স্থানীয় মানুষজন বলেন, কেবল কাদা আর পানি নয়—এই জলাবদ্ধতায় দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আমাদের একমাত্র যাতায়াতের পথটিও,ভেঙে যেতে পারে রাস্তার পাশ। শিশু থেকে বৃদ্ধ, ছাত্র/ ছাত্রী থেকে রিকশাওয়ালা—সবার কণ্ঠে একটিই দাবি—একটু সুদৃষ্টি, একটু সহানুভূতি।
আমরা চাই দ্রুত একটি স্থায়ী সমাধান,পানি নিষ্কাশনের ব্যবস্থা,আমরা চাই নিরাপদ চলাচলের অধিকার।অন্যদিকে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারের অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবসায়ী ও ক্রেতারা চরম বিপাকে পড়তে হয়। ময়লা পানির ভ্যাপসা গন্ধে বাড়ে স্বাস্থ্যঝুঁকি।একটু উদ্যোগ,একটি পরিবর্তন,একটি সুন্দর আগামীর প্রতিশ্রুতি।কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—আপনাদের ছোট্ট পদক্ষেপে হাসি ফিরতে পারে হাজারো মুখে।
৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৮ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে