পূর্ব নির্ধারিত স্থানে সুবিপ্রবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজ গ্রেফতার শ্যামনগরে তিন দফা দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল সুন্দরবনে পুশইন করা ব্যক্তিদের কাছে মানবিক সাহায্য নিয়ে কোস্টগার্ড গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩: সুইচ গিয়ার চাকুসহ আটক হোসেনপুরে গরমে অতিষ্ঠ জনজীবন আদমদীঘিতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার যমুনা ও সচিবালয়সহ ঢাকায় যেসব এলাকায় সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ভূমিকম্পে কাঁপল পাকিস্তান নিজ দেশের সংবাদমাধ্যমের বিরুদ্ধে যা বললেন সোনাক্ষী শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার আ.লীগ নিষিদ্ধের দাবি ঘিরে নতুন ঘোষণা হাসনাতের সিলেট সীমান্তবর্তী মেঘালয়ের ৩ জেলায় রাত্রিকালীন কারফিউ জারি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যার দাবিতে মানববন্ধন ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা ভারত-পাকিস্তানকে আলোচনার আহ্বান জানাল জি-৭ অতিরিক্ত ওজন বহনে ৫ ট্রাকে দণ্ড, গোয়ালন্দে প্রশাসনের অভিযান আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু শ্রীপুরে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষে আহত ৫, ২০টি বাড়ি ভাঙচুর-লুটপাট

নিজেকে সবার কাছে সহজলভ্য করতে নেই

ব্যপারটা হচ্ছে এমন;

নিজেকে কারো কাছে ‘Available' করাটা বাদ দিয়ে দাও,তুমি ভালো থাকবে।যখনই নিজেকে কারো কাছে সহজলভ্য করে দিবে,ঠিক তখনই তোমাকে অবহেলা করা শুরু করে দিবে!

সে ডাকলে তুমি সাড়া দাও,তার একাকিত্বে তুমি তাকে সঙ্গ দাও।যত ব্যস্তই থাকো না কেন,তার প্রতিটা মেসেজের উত্তর তুমি খুব ফাস্ট রিপ্লাই করো। মোট কথা,তোমায় সে চাইলেই পাচ্ছে যখন তার প্রয়োজন হচ্ছে।এরপর দেখবে, সে তোমার একটা মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে!তার প্রতি তোমার আগ্রহ বেড়ে যাচ্ছে।তারপর তুমি দিনদিন তার প্রতি তীব্র ভাবে আসক্ত হয়ে যাবে!আর ঠিক তখনই বাঁধবে বিপত্তি!

দেখবেঃ

তোমার খারাপ লাগা মূহুর্তে সে নেই!তার সময়ের বড্ড অভাব তোমার বেলায়,তোমার ভীষণ একা লাগতেছে কিন্তু তুমি তাকে বলতে পারছো না–বুঝাতে পারছো না!সে তোমার কাছে নিজেকে Available করেনি বলেই তুমি তাকে নিজ প্রয়োজনে পাবে না।

তুমি তার বেলায় Available,কিন্তু সে তোমার বেলায় Available না!ব্যপারটা ঠিক কেমন হয়ে গেলো না?

যে মানুষটা তোমাকে প্রায়োরেটি দেয়,সেই মানুষটাকে তুমিও প্রায়োরিটি দাও।যে মানুষটা তোমার জন্য Available,তার কাছেই নিজেকে Available করে দাও।পরস্পর পরস্পরকে যখনই চাচ্ছো,পেয়ে যাচ্ছো।

দেখবে,জীবন থেকে একাকিত্ব,বিষন্নতা সব দূর হয়ে যাবে।মন ভালো থাকবে,সেই সাথে সম্পর্কও মধুর হবে।

কিন্তু যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে নিজেকে Available করে দেয়নি,বরং তুমি তার জন্য Available হয়ে গেছো,সেই মানুষটা তোমাকে শুধু যন্ত্রণাই দিবে!অভিযোগ করতে পারবে না,পরিস্থিতির দোহাই দিয়ে তোমাকে খুব সুনিপুণ ভাবে বুঝিয়ে দিবে।অথচ তুমি তোমার মনটাকে বুঝাবো কি করে?উত্তর আছে?

You Must to be available for this person,who wanted you badly & Who also available for you.

যাকে তুমি তোমার প্রয়োজনে,খারাপ লাগা মূহুর্তে পাচ্ছোই না,তার সাথে ভালো থাকা?প্রশ্নই আসে না।

ভালোবাসা মানেই শুধু নিজে ভালো থাকা নয়,অপর পাশের মানুষটাও ভালো আছে কিনা;তা নিয়েও ভাবতে হয়।যে মানুষটা নিজেকে তোমার জন্য Available করে দিয়েছি,নিজেকে উজাড় করে দিয়েছে,তার কাছে নিজেকে ছেড়ে দাও।ভালো থাকবে।

আর যে মানুষটা নিজের দিকটা সামলে রেখে তোমায় দূরে সরিয়ে রাখে,তার কাছে Available হওয়াটা বাদ দিয়ে দাও।তার মতো তোমার সময়েরও মূল্য আছে,এই ব্যস্তময় পৃথিবীতে নিজের মূল্যবান 'সময়' ভুল মানুষের পিছনে ব্যয় না করে, সঠিক মানুষের পিছনেই ব্যয় করো।

নিজের Weight নিজেকেই ধরে রাখতে হয়।আর এটা ইগো নয়,এটা তোমার আত্মসম্মানবোধ।যার কাছে তোমার অনুভূতির কোনো ছিটেফোঁটারও মূল্য নেই,তার কাছে নিজেকে উজাড় করে দেয়াটাই হচ্ছে;তোমার সবচেয়ে বড় দুর্বলতা এবং বোকামি।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর




কলাম : জীবন চক্র

২৬ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে