পুরুষের চোখে সাধারণত
জল আসে না
আর যদিও বা জল আসে
কারণটা তী'ব্র ছাড়া কিছুই না।
হ্যাঁ "পুরুষ" কাঁদে,তবে তা পরিবারের
প্রয়োজন মিটাতে না পারলে
"পুরুষ" কাঁদে বাবা মার দায়িত্বটা
নিজের কাঁধে নিতে না পারলে।
"পুরুষ" কাঁদে বোনের চোখে জল দেখেও
আবদার মিটাতে না পারায়
"পুরুষ" কাঁদে অভাবের সংসার সামলাতে গিয়ে
স্ত্রী তার না খাওয়া লুকিয়ে
তার পাতে ভাত তুলে দেওয়ায়।
"পুরুষ" কাঁদে প্রেমিকাকে
না পাওয়ার য'ন্ত্রনায়
"পুরুষ" কাঁদে চার দেয়ালে
অন্য কেউ যেন তা দেখে না নেয়।
"পুরুষ"কাঁদে মেয়ে যখন পর হয়ে যায়
আর অপাত্রেও দান হলে
"পুরুষ"কাঁদে জীবনের শে'ষ বেলায়
পরিবারের বন্ধনটা অটুট না হলে।
হ্যাঁ "পুরুষ"ও কাঁদে, তবে তা
একান্তই একাকী
"পুরুষ" সবার সামনেও কাঁদে
যখন আর কুল কিনারা
কিছুই রয় না বাকি।
লেখক: প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী।
৪ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
২৮ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
২৯ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৩ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৪ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে