প্রকাশের সময়: 14-03-2023 01:44:30 pm
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে নতুন সংগঠন 'কিশোরগঞ্জ জেলা এসোসিয়েশন,যবিপ্রবি'র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় ১ বছর মেয়াদি প্রথম কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪মার্চ) যবিপ্রবির টিএসসি ভবনের দ্বিতীয় তলায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়।এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়,পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ব্যবসায় শিক্ষা অনুষদ এর ডীন ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমার জেলার শিক্ষার্থীদের একসাথে পেয়ে আমি আনন্দিত।তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে তোমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবে, যেকোনো সমস্যায় সবাই একত্রিত হয়ে মোকাবিলা করবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে এপিপিটি বিভাগের প্রভাষক মাহফুজুল আলম বলেন, পড়াশোনার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান।অনুষ্ঠানের একপর্যায়ে জেলা এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসাবে ইএসটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃকামরুল হাসান, সাধারাণ সম্পাদক হিসাবে এপিপিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃনাজমুল করিম মামুন ও সাংগঠনিক সম্পাদক হিসাবে এপিপিটি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃরাহাত খান মনোনীত হন।
৭২ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
১৮৭ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
২৭৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৩৩ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৮১ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৪১৬ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪২৩ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৫৩ দিন ১ ঘন্টা ৩৭ মিনিট আগে