ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি(১৯৪৯-১৯৫৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আইন বিভাগের ছাত্র, সাবেক এমএলএ, পার্লামেন্টারি সেক্রেটারি (যুক্তফ্রন্ট) ও ভাষা সৈনিক মরহুম এ্যাডভোকেট মুহাম্মদ দবিরুল ইসলাম এর আজ ১০৩ তম জন্মদিন। তিনি ১৯২২ সালের ১৩ই মার্চ এ ঠাকুরগাঁও জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে জন্মগ্রহণ করেন । ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে আইয়ুব সরকারের নির্যাতনের শিকার হন তিনি। পাকিস্তানি হানাদার বাহিনী ৫২’র ভাষা আন্দোলনের সময় দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালায়। জেল থেকে বেরিয়ে ৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে জয়ী হন তিনি। কিন্তু কারাগারে নির্যাতনের কারণে তার স্বাস্থ্য চরমভাবে নষ্ট হয়। যার ফলে তিনি হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীকালে ১৯৬১ সালের ১৩ জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন।
৩ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৮ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৯ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬০ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৭২ দিন ১১ ঘন্টা ২ মিনিট আগে
৭৪ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
৮৬ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৯২ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে