কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

চেক ডিসঅনার মামলায় দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান মতছিন কারাগারে

চেক ডিসঅনার মামলায়  দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান মতছিন কারাগারে


বিশ্বনাথ(সিলেট) প্রতিনিধি ::

চেক ডিসঅনার মামলায়  দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান মতছিন কারাগারে।



সিলেটের বিশ্বনাথে টাকা আত্মসাতের অভিযোগে একাধিক চেক ডিসঅনার মামলায় বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফখরুল ইসলাম মতছিনকে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


গতকাল ফখরুল ইসলাম মতছিনকে এলিট ফোর্স  র্যাপিড একশন ব্যাটালিয়ন RAB সিলেট বিভাগের বাহির থেকে গ্রেফতার করে বলে সূত্র থেকে জানানো হয়েছে। 


তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি পলাতক ছিলেন। 


গত বছর সহ পূর্বের সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে,


মতছিনের বিরুদ্ধে নিজ বিশ্বনাথ থানাতেই তিনটি গ্রেফতারী (ওয়ারেন্টভুক্ত)

আদেশ রয়েছে।  এছাড়াও অন্য থানাতেও মামলা আছে তার নামে। 


ফখরুল ইসলাম মতছিন (৫০) এর বিরুদ্ধে ১৪ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ২০১৬ সালের ৯ নভেম্বর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার শাহাজিরগাঁও গ্রামের আওলাদ আলীর পুত্র সেলিম মিয়া। দায়রা ৪৭৭/২০১৭ইং (বিশ্বনাথ সি.আর মামলা নং-৩৩৬/২০১৬ইং)। ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে তার (মতছিন) বিরুদ্ধে ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন ওসমানীনগর উপজেলার রুঙ্গিঁয়া গ্রামের মৃত শেখ আজহার আলীর পুত্র শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা মামলা নং- ৫৪৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং)। একই আদালতে ২০১৭ সালের ১২ মার্চ তার (মতছিন) বিরুদ্ধে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে আরো একটি মামলা দায়ের করেন শেখ মোঃ আব্দুর রউফ। দায়রা নং ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২/২০১৭ইং)।


দায়রা ৪৭৭/২০১৭ (বিশ্বনাথ সি.আর-১৮৩) মামলার বিচারকার্য শেষে গত ১৫ জানুয়ারি রায় প্রদান করেন অতিরিক্ত দায়রা জজ (৫ম আদালত, সিলেট) সাবেরা সুলতানা খানম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ১বছরের সশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১৪ লাখ ৮০ হাজার টাকার টাকা জরিমানা দন্ডে দন্ডিত এবং জরিমানার টাকা আদায় সাপেক্ষে সমুদয় অর্থ বাদিকে প্রদানের নির্দেশ প্রদান করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।


এর আগে ২০১৭ সালের ১৩ আগস্ট দায়রা ৫৯৪/২০১৭ (ওসমানীনগর সি.আর মামলা নং-৫২) মামলার রায় প্রদান করেন আদালত। সিলেট অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ বেগম ফারহানা ইয়াছমিন। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৮মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত দেড় লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।


একই বছরের ২১ আগস্ট দায়রা ৫৪৭ নং (ওসমানীনগর সি.আর মামলা নং-২৫/২০১৭ইং) মামলার রায় প্রদান করেন যুগ্ম দায়রা জজ (৩য় আদালত, সিলেট) মো. সাহেদুল করিম। রায়ে ফখরুল ইসলাম মতছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে উল্লেখিত ১ লাখ টাকার টাকা দ্বিগুন টাকা জরিমানা দন্ডে দন্ডিত করেন আদালত। একই সাথে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন আদালত।


উক্ত মামলাদ্বয়ের রায় প্রদানের পর থেকে আসামী ফখরুল ইসলাম মতছিন পলাতক রয়েছেন বলে বাদি পক্ষের আইনজীবী এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট রাখাল চন্দ্র দাস।


এ রিপোর্ট লেখা পর্যন্ত (আজ শুক্রবার ৩ মার্চ ২০২৩) ফখরুল ইসলাম মতছিন সিলেট কারাগারে আটক আছেন বলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান ও থানা প্রশাসন কতৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।।

Tag
আরও খবর