কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

আকবর আলী কলেজ, ইংরেজি বিভাগের শিক্ষা সফরে ক্যামেরা বন্দি সোমপুর বিহার


দিনটি ছিল শুক্রবার। ভাষার মাস ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ভোরের কিচির মিচির মধুর কলতানি শেষে সূর্যের আলোয় আলোকিত সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া, সিরাজগঞ্জ। অপেক্ষার প্রহর শেষে সময় গড়িয়ে ৭ টা বাজে। হাটি হাটি পা পা করে সবাই একত্র হয়েছে আকবর আলী কলেজ গেটে। সবার মুখেই একরাশ হাসি বইছে। 

ইতিমধ্যে ৭:১০ মিনিটে বাস চলতে শুরু করলো সোমপুর বিহার, নওগাঁর উদ্দেশ্যে। দীর্ঘ দিন পর যার যার সিটে বসে  আনন্দে বিমোহিত ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থীরা। ২০০৯ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আকবর আলী কলেজে ইংরেজি বিভাগের পদযাত্রা। অন্যান্য বছরের মত এবারের শিক্ষা সফরেও মেলবন্ধন হয়েছে সকল বর্ষের শিক্ষার্থীদের। উক্ত শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রভাষক, সম্মানিত ইয়াহিয়া স্যার, অতিথি হিসেবে ছিলেন জনাব মোরশেদ আলম স্যার, পদার্থ বিভাগ এবং নাসরিন সুলতানা সাহানা ম্যাম। 


বাস চলতে চলতে পথি-মধ্যে তথা বগুড়া পাওয়ার আগে সকালের নাস্তার পর্বের পরিসমাপ্তি হলো। সময় তখন সকাল ৯:৩০ টা এর মত। চলতি বাসে সবার একযোগে আনন্দের আভাস ভেসে উঠেছে। কেউ গান, কবিতা বা ইসলামী সংগীত পরিবেশন করছে গুন গুণ করে। এরপর কিছুক্ষণের মধ্যে শেষ হলো ডিপার্টমেন্ট কর্তৃক টিকিট বিক্রির আরও একটি ধাপ। এভাবে যেতে যেতেই পৌঁছে গেলাম স্বপনের সোমপুর বিহার, নওগাঁর গন্তব্যে। সময় তখন ঠিক দুপুর ১:০০ টা বাজে। তপ্ত দুপুর, কিছুটা বিরক্তও লাগছিলো কিন্তু একঘেয়েমি লাগে নি কখনো। আর এমন মজাদার আয়োজনে একঘেয়েমি লাগবে না এটাই স্বাভাবিক। 

ইতিমধ্যে সবার তড়ি-ঘড়ি করে জুম্মার সালাত আদায়ের কাজ সমাপ্ত হলো । অপরদিকে আঞ্জাম চলছে ভারি ভোজের আয়োজনে। এরপর যে যার মত স্বপ্নকে ছুঁতে ব্যস্ত। এভাবে সবাই অবিচল ইউনেস্কোখ্যাত সোমপুর বৌদ্ধ বিহার পরিদর্শনে। যে যার মত ক্যামেরাতে বন্দি হচ্ছে বাহারি রকম স্টাইলে। উক্ত ঐতিহাসিক সোমপুর বিহারটি ১৯৮৫ সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি লাভ করে। এভাবে চলতে চলতে ঘরির কাঁটায় পৌঁছে গেল বিকাল ৪:০০ টার দিকে। পরিদর্শন শেষে সমাপ্ত হলো ভোজের পর্ব। এবার কুইজ প্রতিযোগিতার আয়োজন। প্রকৃতপক্ষে এই শিক্ষা সফরের স্বার্থকতা উক্ত কুইজ আয়োজনের মাধ্যমে ফুটে উঠেছে। কুইজের আয়োজন শেষ হয়ে গেল। তখন ঠিক গোধূলি লগ্ন। সারাদিন অতিবাহিত শেষে এবার বিদায়ের পালা। সবাই ব্যস্ত যে যার আসন গ্রহনের কাজে। বাস ছাড়লো তখন ৬:২০ বাজে। বাসে যেতে যেতে এবার চুড়ান্ত আকর্ষণ পর্বের পালা। লটারি এবং কুইজ প্রতিযোগিতা ফলাফল ঘোষণার পালা। চলতে চলতে সফরের শেষ মুহুর্ত চলে আসলো। আনন্দের শেষ জোটে সবাই ব্যস্ত। ১০:৩০ বাজতেই বাস এসে থেমে গেল ক্যাম্পাস গেটে। তারপর সবার বিদায়ের পালা। এমন মুহুর্ত ছেড়ে যেতে না চাইলেও, যেতে বাধ্য হলো নিজ বাস ভবনে। 


সবাই  একে একে বিদায় নিলো আকবর আলী কলেজ গেইট থেকে।  দিনটি শেষ হয়ে গেলেও সহস্রাধিক কাল গেঁথে থাকবে স্মৃতির এলবামে।


• লেখক: মনিরুল ইসলাম

শিক্ষার্থী; ইংরেজি বিভাগ,

সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া সিরাজগঞ্জ।


আরও খবর