ময়মনসিংহের হালুয়াঘাটে কারিতাস আলোক-৩ প্রকল্প কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে বিড়ইডাকুনী মিশন হল রুমে পুরুষ কৃষক সংগঠনের ২৫ জন কৃষকদের নিয়ে ১৪ ও ১৫ মার্চ ২০২৩ মঙ্গলবার ও বুধবার দুইদিনব্যাপী জৈব কৃষি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাল আল মামুন, বিপল্প ঘাগ্রা, সুপর্না চাম্বুগং, ধান গবেষক শ্রী সেন্টু হাজং এবং এনা নকরেক, কৃষি কর্মকর্তা, আলোক-৩ প্রকল্প, কারিতাস ময়মনসিংহ অঞ্চল। উক্ত প্রশিক্ষণের উদ্বোধক ছিলেন, বিড়ইডাকুনী ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত রেভা ফাদার তমাল রিছিল।
৫ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে
২ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে