কচুয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা সার্ভেয়ারের পরিদর্শন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশের সাংবাদিকদের সাথে মতবিনিময় চিলমারীতে "কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের" দিনব্যাপী, হাতে-কলমে শিক্ষা সফর শেরপুরের শ্রীবরদীতে ভেজাল বিরোধী অভিযানে ৮০ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন।

"দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো এহানে একখান ব্রীজ অইলো না !!

"দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো এহানে একখান ব্রীজ অইলো না !!

"দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো এহানে একখান ব্রীজ অইলো না !!

রাজবাড়ীর গোয়ালন্দে একটি ব্রীজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। পারাপারে খেয়া নৌকাই সেখানে একমাত্র ভরসা।

উপজেলার উজানচর ইউনিয়নের অন্তর্গত হাবিল মন্ডল পাড়া-দরাপের ডাঙ্গী এলাকায় মরা পদ্মা নদীর উপর এখনো খেয়া নৌকাই চলাচলের একমাত্র মাধ্যম। তাও সেটা ঘন কচুরিপানায় মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়।

স্হানীয়রা বলছেন, সেখানে একটি ব্রীজ নির্মান হলে উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। গোয়ালন্দ উপজেলা শহর, জামতলার হাট,মমিনখার হাটসহ ফরিদপুর শহরের সাথে অবহেলিত চরবাসীর সরাসরি যোগাযোগ স্হাপিত হবে। বদলে যাবে এলাকার কৃষি, শিক্ষা, চিকিৎসা সেবা সহ সামগ্রীক পরিস্হিতি।

গোয়ালন্দ উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২১ সালে সেখানে ২৬০ মিটার দৈর্ঘের একটি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব উর্ধতন কতৃপক্ষ বরাবর পাঠানো হয়েছিল। কিন্তু অদ্যাবধি তাতে কোন সারা মেলেনি।

সরেজমিনে আলাপকালে উজানচর হাবিব মন্ডল পাড়ার বাসিন্দা জিন্দার কাজী বলেন, তাদের এ এলাকাটি কৃষি নির্ভর এলাকা। প্রচুর ফসল উৎপাদন হয়। কিন্তু পরিবহন সমস্যার কারনে তারা নায্য মূল্য হতে বঞ্চিত হন। মালামাল পরিবহন করা খুবই কষ্টসাধ্য হয়।

জামতলা দাখিল মাদ্রাসার ছাত্রী ইনসানা আক্তার ও লামিয়া আক্তার জানায়, তাদের মতো কয়েকশ ছাত্র-ছাত্রী প্রতিদিন খেয়া নৌকা পাড়ি দিয়ে স্কুল -মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। প্রতিবার খেয়া পাড়ি দিতে ১০ টাকা করে গুনতে হয়। সময়মতো খেয়া ধরতে না পারলে অন্তত ৩০ মিনিট ঘাটে রোদ-বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে হয়।

সাদিব মন্ডল নামের এক যুবক জানান, তিনি তার অসুস্থ মা'কে নিয়ে ফরিদপুর শহরে যাচ্ছেন ডাক্তার দেখাতে। অনেকক্ষন বসে থাকার পর নৌকা আসল। এখানে একটা ব্রীজ থাকলে তাদের আর দুর্ভোগ পোহাতে হতো না।

খেয়া ঘাটের মাঝি শাকিল শেখ বলেন, "দ্যাশে এতকাল এ্যাত উন্নতি অইল, কিন্ত আমাগো এহানে একখান ব্রীজ অইলো না। আমি এই এলাকার মানুষগেরে সুখ-দুঃখকে খুব কাছ থেইক্যা দেহি। ব্রিজটা অইলে হগ্গলের দুঃখ-কস্ট দূর অইয়া যাইত।"

উজানচর ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী মন্ডল জানান, এখানে একটা ব্রীজের জন্য তারা বহু বছর ধরে চেষ্টা তদবির করে আসছেন। এলাকার সাবেক এমপি বারবার ওয়াদা দিয়েও এখানে ব্রিজ করতে পারেনি। আমরা এখন নতুন সরকারের কাছে এখানে ব্রিজ করার জন্য জোর দাবি জানাচ্ছি।

গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নিল বলেন, আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানে একটি ব্রিজ নির্মান হওয়াটা খুবই জরুরি। এতদিনেও না হওয়াটা অত্যন্ত দুঃখজনক। আমি এ বিষয়ে আন্তরিকভাবে চেষ্টা করব।




আরও খবর