রাজবাড়ী শহরে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের ৪১ কর্মীর নাম উল্লেখ সহ ১২০জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। নাশকতার অভিযোগে এসময় ১৭ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. মাহাবুর হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিএনপির বিক্ষোভের সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও সহযোগি সংগঠনের কর্মীরা শহরে নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি ও সহযোগি সংগঠনের ১৭ জন কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, সুনিদিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভে ছাত্রলীগ ও জৈবযুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে। আবার আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এটি কোন গণতান্ত্রিক সরকারের কাজ হতে পারে না। দ্রুত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন তিনি।
৬ ঘন্টা ১২ মিনিট আগে
৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ১ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে