নেত্রকোণা জেলায় এইচএসসি সমমানের পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ২৮৫ জন শিক্ষার্থী।
১১০৯১ জন শিক্ষার্থী নিয়ে জেলায় এবছর ২৯ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তারমধ্যে ২০টি ভেন্যু কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০৯৮০ জন। প্রথম দিনে পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৮৭ জন। আলীম ৩৩ জন ও কারিগরি ৬৫ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে প্রাপ্ত তথ্যে প্রথম দিনে কোথাও কোন বহিষ্কারের খবর পাওয়া যায়নি।
নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গিয়ে জানা গেছে, নকলমুক্ত পরিছন্ন পরিবেশে পরীক্ষা শুরু হয়ে শেষ হতে। কেন্দ্রটিতে ১২৪৩ জন মোট পরীক্ষার্থী পরীক্ষা দেবে বলেও জানান কলেজের প্রিন্সিপাল মো. সিরাজুল ইসলাম। তারমধ্যে প্রথম দিনে পরীক্ষার্থী ছিলো ১২০২ জন। এছাড়াও বাংলা প্রথম পত্র (আবশ্যিক) অনুপস্থিত ছিলো ১৬ জন।
এদিকে পরীক্ষা শুরুর পরপরই জেলা শহরের চারটি কেন্দ্রে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও কক্ষ পরিদর্শন করেন। নিরবিচ্ছিন্ন ভাবে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সার্বিক তদারকি রয়েছে বলেও জানান তিনি।
৩৭ দিন ১৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৫৫ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
৬০ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৩ দিন ১ ঘন্টা ১ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে
৯৬ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩১ দিন ১৫ মিনিট আগে