মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় জাতীয় সেবা দিবস'২৪ উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২ জানুয়ারী উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান অনিক, একাডেমি সুপারভাইজার তারিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খাতুন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম প্রমুখ।
এবারের জাতীয় সমাজ সেবা দিবসের প্রতিপাদ্য ছিল " সমাজ সেবায় গড়বো দেশ, স্নার্ট হবে বাংলাদেশ"।
৩৭ দিন ১৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৫৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৬০ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৩ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
৭৮ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৮ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৯৬ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৩১ দিন ২১ মিনিট আগে