ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহর ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শাহাদাত হোসেন রিসাদ (২৮) নামের এক এনজিও কর্মীসহ দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার কাঠালী এলাকায় বিকন নামক একটি কারখানার বিপরীতে ট্রাক চাপায় নিহত হন খোদেজা বেগম (৫৫) নামের এক নারী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজিরবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন শাহাদাত হোসেন রিসাদ নামের এক এনজিওকর্মী।
নিহত খোদেজা বেগম ভালুকা উপজেলার গাদুমিয়া পূর্বপাড়ার আবদুল হকের স্ত্রী। শাহাদাত হোসেন রিসাদ আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন সালনা শাখার অফিসের ক্রেডিট অফিসার। তিনি মুক্তাগাছার বাসিন্দা।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্মস্থল থেকে সহকর্মী মো: রফিককে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রিসাদ। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাজিরবাজার এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হয়। এতে রিসাদ ও তার সহকর্মী দু’জনই আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিসাদ মারা যান।
৫ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৭ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে
১১ দিন ২০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৬ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে