মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তরে শালিস চলাকালীন বৈঠকে প্রতিপক্ষের হামলায় কাননীসার কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস সহ আরো ৩ জন আহত হয়েছেন । গত বৃহস্পতিবার কালী মন্দির প্রাঙ্গণে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে । মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস অভিযোগ সহযোগে জানান, কাননীসার গ্রামের সংখ্যালঘু হিন্দু মনিঋষি সম্প্রদায়ের উপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার ও জুলুম করে আসছে একই গ্রামের মৃত হাছেন শেখের ছেলে পান্নু ওরফে কামাল ও তার পুত্র ফারদিন, মন্টু শেখ, মৃত মজিদ শেখের পুত্র আফজাল শেখ, মন্টু শেখ ও তার পুত্র শাহাদাত, আব্দুর রশিদের পুত্র আশিক, নুরু মিয়ার ছেলে ইরফান ও রামিম গং । তার অভিযোগ, এরা হিন্দু সম্প্রদায়ের চাষাবাদ করা বিভিন্ন ফসলাদি জোরপূর্বক নিয়ে যায় । আর এতে প্রতিবাদ করলেই মারধর সহ দেশ ছাড়া করার হুমকি দিয়ে আসছিল পান্নু গং ।
জানা যায়, গত সোমবার ফারদিন ও তার সাথীয় সঙ্গীগণ মন্দির কমিটির সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস'র জমির বেশকিছু টাকা মূল্যের আখ জোড়পূর্বক তুলে নিয়ে যায় । এ পর্যায়ে বাঁধা দিতে গেলে তাকে প্রাণ নাশের হুমকি সহ মারধর করার জন্য উদ্যত হয় তারা । এ ঘটনার পরিপ্রেক্ষিতে নবরঞ্জণ দাস শ্রীনগর থানায় ফারদিন সহ ৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পরবর্তীতে এ ঘটনা নিরসনে তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবরের উপস্থিতিতে এক শালিস বৈঠকের আয়োজন করা হয় । শালিস এর শেষ পর্যায়ে হঠাৎ পান্নু গং উত্তেজিত হয়ে সাধারণ সম্পাদক নবরঞ্জণ দাস, বিমল দাস ও খোকন দাসের উপর হামলা চালায় এবং এলোপাথাড়ি মারধর করে তাদের মারাত্মক আহত করে । উপস্থিত লোকজন ঐ সময় উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ।
এ ব্যাপারে স্থানীয় মনির হোসেন মোড়ল জানান, পান্নু ওরফে কামাল গং নবরঞ্জণ দাসের জমির আখ জোড়পূর্বক তুলে নেয়া সহ দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর অত্যাচার নির্যাতন করে আসছে । শালিস বৈঠকছ চেয়ারম্যানের উপস্থিতিতে তারা অশালীন আচরণ করেছে ও নবরঞ্জণ দাস সহ আরো কয়েকজনকে মেরে আহত করে । মনির মোড়ল আরো জানান, পান্নু দীর্ঘদিন সৌদি আরবে ছিল, সেখান হতে টাকা মেরে দেশে চলে আসে এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় একটি মামলাও ছিল ।
তন্তরের ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, বিষয়টি সমাধানে উভয়পক্ষের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে শালিস বৈঠকে বসেছিলাম । শালিস এর শেষ পর্যায়ে পান্নু গং হঠাৎ উত্তেজিত হয়ে ঝামেলা বাধায়, পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শালিসটি পরবর্তীতে ইউনিয়ন পরিষদে হবে বলে জানিয়ে দিই । অভিযোগ তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এস আই জিয়া জানান, নবরঞ্জণ দাস বাদী হয়ে তার জমি হতে আখ তুলে নেয়ার অভিযোগ পেয়ে আমি তদন্ত করছি । তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।
১২ দিন ৩৩ মিনিট আগে
৫৭ দিন ১৯ মিনিট আগে
৬৫ দিন ৪১ মিনিট আগে
৭৯ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৯৬ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১১ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১৩ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১১৬ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে