ঝালকাঠির কাঠালিয়ার উত্তর তালগাছিয়া এলাকায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ এমাদুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত এমাদুল হক উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের আঃ আউয়ালের পুত্র।
স্থানীয়রা জানান, এমাদুল ইজিবাইক চালিয়ে সংসার চালায়। মঙ্গলবার দুপুরে খালি পায়ে ভেজা অবস্থায় বাড়িতে ইজিবাইকটিতে চার্জ দিতে যায় এ সময় এমাদুল বিদ্যুতায়িত হয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এমাদুলকে দ্রুত পাশ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজাপুর থানার এসআই গোবিন্দ বাবু জানান- লাশ রাজাপুর হাসপাতাল থেকে থানায় এনেছি। মৃতের বাবা ও আত্নীয় স্বজনদের আপত্তি না থাকায় তার বাবার হাতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে এবং থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
১১ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ১০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪৭ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
১০৬ দিন ১৭ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২৭ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
১৬২ দিন ১২ ঘন্টা ৪২ মিনিট আগে
২১৮ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে