মাঝে মাঝে শীতল সমীরণ বয় বলেই
গাছের পাতারা এক সাথে দুলে,
কিচিকিচি করে প্রণয়ের ভাব জমায়
দুটি দোয়েল পাখি মগ-ডালে।
ছোট্ট টুনটুনি পাখিরা পাখা মেলে
উড়ে আনন্দে পাতার ফাঁকেফাঁকে,
ছোট্ট লতা-গাছ স্বাচ্ছন্দে বেড়ে উঠে
আকড়ে ধরে শক্ত বাঁশের কুঞ্চি।
বেলকুনির সাজানো টবের ফুলগুলো
সতেজ থাকে প্রতিদনের যত্নে,
অবহেলায় মরচে ধরে দামী সম্পর্কে
অযত্নে ধুলোয় ভরে ঝকঝকে হিরে।
সম্পর্কের মধ্যে বেড়ে উঠা আগাছাগুলো
নিপুন হাতের পরিচর্যায় ফিরে পায় পরিপূর্ণ লাবণ্যতা,
সম্পর্কের যত্নে নতুন আলোয় নিত্যদিন রঙিন ফুল ফোটে বাড়ায় সজীবতা।
শারমিন নাহার ঝর্ণা
শিক্ষার্থী, হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসা।
রুপিয়াট, পাংশা, রাজবাড়ী।
১ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
৮ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১১ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ১৫ মিনিট আগে
২৪ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
২৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৬ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে