চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-গৌরিপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ পুলিশ ডাকাত সদস্য ০৩ জনকে গ্রেফতার করে । সোমবার রাতে কচুয়া থানার এস আই আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিতারা ইউনিয়নের বাতাপুকুরিয়া নামক এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কচুয়া উপজেলার বাইছারা গ্রামের আব্দুল জলিল ভূঁইয়ার ছেলে শরীফ ভূঁইয়া (৩৪), বুধুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে বাদশা মিয়া ওরপে গিয়াসউদ্দিন (১৯) ও একই গ্রামের উত্তরপাড়ার মফিজুল ইসলামের ছেলে মো. নাঈম হোসেন (২০)।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, ডাকাতির প্রস্তুতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ডাকাতির ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ তাদের গ্রেফতার করি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
৪ ঘন্টা ২০ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৩০ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪৩ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৩ দিন ২২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৭ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৬৬ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে