বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পর্শে মনির হোসেন (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কৈকুড়ি গ্রামের মুন্দাপুকুরে এ ঘটনা ঘটেছে। মৃত মনির হোসেন আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানাযায়, আদমদীঘির কালাইকুড়ি গ্রামের হারুনুর রশিদ ভোলা একই গ্রামের রবিউল ইসলামের মুন্দাপুকুর লিজ নিয়ে মাছচাষ করছিল। গতকাল সোমবার সকালে ওই পুকুরে কাজ করার সময় মনির হোসেন পুকুরে পানি সেচ দেয়ার জন্য বসানো বৈদ্যুতিক মোটরের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুতায়িত হয়। তাকে আদমদীঘি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান, ওই পুকুরে অনেক দুরের পোল থেকে নিয়মবহিভুত বিদ্যুত সংযোগ দেয়ায় এ দুর্ঘটনা ঘটে। পুকুর লিজ নেয়া মাছচাষকারি হারুনুর রশিদ ভোলা জানায় তার বৈদ্যুতিক সংযোগ বৈধ ছিল।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনার বাদি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০ ঘন্টা ৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে