ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্ত্বাবধানে সদর থানাধীন বাপ্তা ইউনিয়ন হইতে ২০( বিশ) পিস ইয়াবা টেবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, জেলা গোয়েন্দা শাখা, পুলিশের একটি চৌকস টিম।
ইং-১৮-০৯-২০২৩ তারিখ এস আই (নিঃ) রিপন মুড়ির নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আল আমীন এবং সঙ্গীও ফোর্স সহ ভোলা সদর থানাধীন বাপ্তা ইউপির চাচঁড়া ৪ নং ওয়ার্ডস্থ জমাদারবাড়ির সামনে পাকাঁ রাস্তার উপরে হইতে ২০ ( বিশ) পিস কথিত ইয়াবা টেবলেট সহ ২ জন আসামি ১/ মোঃ ছগির জমাদার(৩৫),সাং ইউপিঃ বাপ্তা, ৪ নং ওয়ার্ড (চাচঁড়া) ২/ মোঃ মমিন মুন্সি (২০),সাং পৌর চরজংলা, ৪ নং ওয়ার্ড, উভয় থানাঃ ভোলা সদর,জেলাঃ ভোলা কে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গ্রেফতার করেন এবং ভোলা সদর থানায় মামলা রুজু করতঃ কোর্টে প্রেরন করেন।
১৫ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৪ দিন ৮ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৬ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯৮ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
১০১ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১০২ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
১০৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
১১১ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে