ভারত-পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতিতে বাংলাদেশের উদ্বেগ একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে সীমান্তে এসপিদের সতর্ক থাকার নির্দেশ ভারত থেকে বাংলাদেশে পুশইন গ্রহণযোগ্য নয় ডোমারে ইউএনও'র যোগদান ও বিদায় সংবর্ধনা ফটিকছড়ি উপজেলা ছাত্রদল কতৃক এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ ১৭ বছর পর মোংলায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নির্বাচন রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযান: চার দালাল আটক, টাকা উদ্ধার লাখাই উঠেছে তালের শাঁস,প্রচন্ড তাপদাহে বেড়েছে তালের শাঁসের কদর। শ্রীমঙ্গলে নগরব্যাপী অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন নিশ্চিতে ম্যাক বাংলাদেশের মতবিনিময় ও ইউএনও বরাবর নারী ফোরামের স্মারকলিপি সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত আক্কেলপুর একযুগ আগে থেকে ঝুঁকিপূর্ণ ঘোষণা পর ও চলছে স্কুলের পাঠদান। শ্যামনগরে সাংবাদিকদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ কচুয়ায় বিভিন্ন উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ রাসেল ভাইপার আতঙ্কে কৃষক,গামবুট বিতরণ করলেন উপজেলা প্রসাশন। রাজধানীর মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ নৌকা তৈরী করাই মনিরুলের একমাত্র পেশা শতাধিক নারী সহকর্মীদের যৌন নিপীড়নকারী ডাঃ আশরাফ এখন সাতক্ষীরায়! ডোমারে মাইক্রোবাসের ধাক্কায় নিহত-১ ঈশ্বরগঞ্জে প্রতিবেশীকে কুপিয়ে জখম বাবা-ছেলে গ্রেফতার

ইমন হাওলাদারের কবিতা - মনুষ্যত্বের লোপ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2023 03:41:55 am


               আলো ঝাল আলো ঝাল,

                আঁধার যে ঘনিয়ে এল।

      কোন আলোতে হবে তুমি আলোকিত?

                 সব আলো নিভে গেলে।

              আলোর প্রদ্বীপ জ্বলবে কবে?

       সাহসী ছেলে ঘুমিয়েই যদি থাকে ভালো।

 কে ধরবে আলোর মশাল রাজপথ করতে আলো।


                  জ্বালিয়ে দে পুড়িয়ে দে,

            যারা গণতন্ত্র করতে চায় মুষ্টি বদ্ধ।

                কোথায় সেই সোনার ছেলে,

                       সাহসী মায়ের পুত্র।

                কোথায় সেই সোনার ছেলে,

               যারা মায়ের ভাষাকে রক্ষার্থে 

                     জীবন করেছে উৎসর্গ।

            যারা পুলিশের গুলিতে হয়নি ভীরু,

                           হয়েছে ক্ষীপ্ত।


       কোথায় সেই:- সালাম, বরকত, রফিক, শফিক

               তাদের কী আর দেখা মিলবেনা

       ‌ রাজপথের কোলাহলে?


                     জ্বালিয়ে দে পুড়িয়ে দে,

                       কালো বাজারির হাত।

        ওরে তোরা মনুষ্যত্ব ‌কে দিয়ে জলাঞ্জলি,

                 হো-সনা কাপুরুষ এর তরবারি।

                   যাদের রাস্তায় দেখিলে নারী,

     মনুষ্যত্ব লোপ পেয়ে পশুত্ত যাগে তারাতাড়ি।


             ওরে তোরা হো-সনা তাদের তরবারি।

              যারা মায়ের বয়সী দেখিলে নারী,

                   বলে আর কি সইতে পারি।

            ওরে তোরা হো-সনা তাদের তরবারি।

          যারা নারীর দুর্বলতাকে কাজে লাগিয়ে;

     তাদের সর্বত্র জুড়িয়া করে কলঙ্কের ছড়াছড়ি।

                আয়রে ফিরে সোনার ছেলে:-

                    রফিক, শফিক, বরকত।

                    তোদের সোনার বাংলা; 

                  আজ ঘিরে ধরেছে শকুনে।


                    জ্বালিয়ে দে পুড়িয়ে দে,

                      কলুষিত পূর্ণ দিনকে।

           আবার কবে বাজবে সোনার বাজনা;

                       সোনার বাংলাতে?

       সেই আসাতেই বসে আছে হাজার মায়েতে!

                  আয়রে ফিরে সোনার ছেলে;

                          অগ্নি জ্বলা দল।

    তোদের মায়ের চোখ যে আজ অশ্রুতে টলমল!

                     এইকি মোদের স্বাধীনতা:

               এইকি মোদের বাঁচার অধিকার।


                      জ্বালিয়ে দে পুড়িয়ে দে।

                    সকল আধারকে করে ছেদ:

                নিয়ে আয় এক সতেজ সকাল।

                   সোনার ছেলে শেখ মুজিবের।


আরও খবর