পুরনো বইয়ের গল্পের মাঝে
খুঁজি তোমার প্রেমের মিল,
রুপকথার রানী হয়ে তুমি
হয়েছো নীল দিগন্তের গাংচিল।
পুরনো বইয়ে কবিতার পাতায়
আজও তুমি ছন্দ হারা পাখি,
জীবনের গল্পে তোমার স্মৃতি
অশ্রু সিক্ত জলে আঁখি।
নীরব নিস্তব্ধতা বিদীর্ণ কান্না
পুরনো গল্পের প্রতিটি শব্দ,
হয়েছে বাক্যের এক পরিবর্তন
বেদনার জলে নীল পদ্ম।
পুরনো বইয়ের প্রতিটি পাতায়
খুঁজি তোমার স্মৃতির অস্তিত্ব,
মলাটে বাঁধা গল্পের বইয়ে
অভিসারে প্রেম আজ বিস্মিত।
গোলাপ মাহমুদ সৌরভ
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
১১ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
১৮ দিন ৪৮ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৫১ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে